এপ্রিলের তৃতীয় সপ্তাহে স্বস্তির বৃষ্টি কিছুটা হলেও তীব্র গরম থেকে রেহাই দিয়েছিল রাজ্যবাসীকে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন থাকছে না। আবহাওয়ার চিত্র আবার বদলাতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
কলকাতায় আজকের তাপমাত্রা
- সর্বোচ্চ: ৩৩.৪° সেলসিয়াস
- সর্বনিম্ন: ২৭.৮° সেলসিয়াস
আজ, রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী ২৪ ঘণ্টার পর আবহাওয়া দ্রুত বদলাবে। আলিপুর দফতরের পূর্বাভাস, সোমবার থেকে টানা ছ'দিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়বে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পরবর্তী চার দিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এই সময়ে রাজ্যের দক্ষিণ অংশে গরমের দাপট অনেকটাই বাড়বে। বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া—এই জেলাগুলিতে গরমের সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনার জন্য ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তির থাকছে। আজ থেকেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলিতে আজ এবং আগামী সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলায়ও। এখানেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
ইন্টারপোলের রেড কর্নার নোটিসের আর্জি শেখ হাসিনার বিরুদ্ধে, বিদেশে প্রত্যর্পণের তোড়জোড় ইউনুস সরকারের
উলেখ্য, গ্রীষ্মের শুরুতেই রাজ্যজুড়ে আবহাওয়ার এমন দ্রুত পরিবর্তন চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে জনজীবনে গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা প্রবল। চিকিৎসকরা ইতিমধ্যেই গরমের দিনে যথাসম্ভব ঘরের বাইরে না যাওয়া, পর্যাপ্ত জলপান, হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে, উত্তরবঙ্গের মানুষ আপাতত কিছুটা স্বস্তিতে থাকতে পারবেন বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।