Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ঋতাভরী-সুমিতের মিষ্টি প্রেমের গল্প বাগদান পর্বে: ডিসেম্বরেই বিয়ে, গন্তব্য থাইল্যান্ড

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

টলিপাড়ায় প্রেমের গুঞ্জন যে আর গুঞ্জন নেই, তা যেন নিজেই প্রমাণ করলেন ঋতাভরী চক্রবর্তী। বহুদিন ধরেই অভিনেত্রী ঋতাভরীর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছিল ইন্ডাস্ট্রিতে। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে, প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বাগদান সারলেন এই টলিউড ডিভা।  গত বছর দীপাবলিতে নিজের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে আনেন ঋতাভরী। সমাজ মাধ্যমে লেখক সুমিত অরোরার সঙ্গে ছবি ভাগ করে অনুরাগীদের শুভেচ্ছা জানান তিনি। তখনই স্পষ্ট হয়েছিল, তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বে সীমাবদ্ধ নয়।  


প্রসঙ্গত,  সুমিত অরোরা বলিউডের পরিচিত চিত্রনাট্যকার। তাঁর কলমেই জন্ম নিয়েছে ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’, ও ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমা ও সিরিজের সংলাপ।  সম্প্রতি বাগদানের মুহূর্তের বেশ কিছু ছবি ঋতাভরী ভাগ করে নিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। সেইসব ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে, চোখে-মুখে যেন শুধুই ভালোবাসা। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, _"আমরা সারাজীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি। আমি ও আমার মিস্টার রাইট।"

শুল্ক-সংকটের আবহে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স

স্টুডিওপাড়ার সূত্র বলছে, চলতি বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন এই জুটি। বিয়ের অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া পরিবেশে, তবে দুই ধর্ম ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে— বাঙালি ও পাঞ্জাবি রীতিতেই হবে বিয়ের মূল পর্ব।  যদিও বিয়ের অনুষ্ঠান হবে সীমিত পরিসরে, তবে রিসেপশন নিয়ে রয়েছে জমকালো পরিকল্পনা। কলকাতা ও মুম্বই—দু'জায়গাতেই হবে আলাদা পার্টি কি না, তা এখনও চূড়ান্ত নয়। তবে নিকট ভবিষ্যতেই সেই সংক্রান্ত ঘোষণা আসবে বলে জানা যাচ্ছে।  প্রেম থেকে বিয়ের পথে আরও এক জুটির সুন্দর যাত্রা শুরু হলো— টলিউড ও বলিউডের দুই প্রান্তকে একসূত্রে বাঁধতে চলেছে ঋতাভরী-সুমিতের এই সম্পর্ক। শুভেচ্ছা রইল এই নতুন দম্পতির জন্য।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News