বৈশ্বিক বাণিজ্য ও শুল্ক যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী উষা ভান্স ও সন্তানরা। আগামী সপ্তাহের শেষদিকে ভারতে পৌঁছনোর কথা রয়েছে তাঁর, এর আগে তিনি সফর করবেন ইটালি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই দুই দেশের সফরসূচি চূড়ান্ত হয়েছে।
সূত্রের খবর, ২১ এপ্রিল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে পারেন ভান্স। যদিও বৈঠকের নির্দিষ্ট দিনক্ষণ এখনও স্থির হয়নি, তবে প্রস্তুতি চলছে জোরকদমে। এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলের কড়া নজর রয়েছে, বিশেষ করে বর্তমান বাণিজ্য ও শুল্কসংকটের প্রেক্ষাপটে। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক এবং ভূরাজনৈতিক সহযোগিতা এই আলোচনার মূল বিষয় হতে চলেছে বলে কূটনৈতিক মহলের অনুমান। প্রসঙ্গত, ২ এপ্রিল থেকে ট্রাম্প প্রশাসন বিশ্বের একাধিক দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে। ভারতের উপর চাপানো হয়েছে ২৬ শতাংশ অতিরিক্ত শুল্ক। যদিও বিশ্বজুড়ে চাপের মুখে কিছুটা পিছু হটে ওয়াশিংটন—ভারত সহ অধিকাংশ দেশের জন্য ৯০ দিনের শুল্ক স্থগিতাদেশ ঘোষণা করা হয়েছে। তবে চিন এই ছাড় পায়নি। চিনা পণ্যের উপর শুল্ক বেড়ে পৌঁছেছে রেকর্ড ২৪৫ শতাংশে। এই প্রেক্ষাপটে জেডি ভান্সের সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র দপ্তরের এক কর্তার কথায়, “এটি শুধু সৌজন্য সফর নয়—দ্বিপাক্ষিক সম্পর্কের দিকচক্রবাল নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”
গরু পাচার রুখতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ চালক, উত্তপ্ত নন্দীগ্রাম
জানা গিয়েছে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি জেডি ভান্স জয়পুর ও আগ্রা সফরেও যাবেন। সাংস্কৃতিক সফরের আড়ালে এই সফর যে কৌশলগত উদ্দেশ্যও বহন করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের মতে, ভান্সের সফরের মাধ্যমে বোঝা যাবে মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে কেমন বাণিজ্যিক সমঝোতার দিকে এগোতে চায়। একই সঙ্গে, চিন-মার্কিন উত্তেজনার মাঝে ভারতকে কৌশলগতভাবে পাশে পাওয়ার চেষ্টাও থাকতে পারে ওয়াশিংটনের।সব মিলিয়ে এই সফর শুধু দুই দেশের সম্পর্ক নয়, গোটা দক্ষিণ ও পূর্ব এশিয়ায় আমেরিকার অবস্থান কেমন হতে চলেছে, তারও ইঙ্গিত দিতে পারে।