Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

এপ্রিল থেকেই পড়ছে স্কুলের গরমের ছুটি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbnad Digital Desk :

প্রবল গরম ও চলমান তাপপ্রবাহ পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আগাম গরমের ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর। আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি শুরু হবে। তবে এই সিদ্ধান্ত দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলিতে কার্যকর হবে না। ওই দুই পাহাড়ি জেলার আবহাওয়া অপেক্ষাকৃত শীতল থাকার কারণে আগের মতোই ছুটির নিয়ম বহাল থাকবে। এই সিদ্ধান্ত শুধু ছাত্রছাত্রীদের জন্যই নয়, শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই ছুটির আওতায় থাকবেন। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, ছুটি চলাকালীন অন্য কোনও বিশেষ নির্দেশ না এলে এই সিদ্ধান্তই কার্যকর থাকবে। যেহেতু ছুটির কারণে পাঠক্রমে প্রভাব পড়তে পারে, তাই ছুটি শেষে অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের বার্তা দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, সপরিবারে প্রাণ হারালেন স্পেনের টেক সিইও

উল্লেখ্য, গত ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন যে, ৩০ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্তরের স্কুলে গরমের ছুটি কার্যকর হবে। এরপরই এই সিদ্ধান্ত কার্যকর করতে উদ্যোগ নেয় স্কুল শিক্ষা দপ্তর। এত দ্রুত গরম পড়ায় রাজ্যে বেশ কিছু জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দিনগুলোতেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের এই পদক্ষেপ যথার্থ এবং সময়োপযোগী বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষা মহলের একাংশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News