নিউ ইয়র্ক শহরের আকাশে ঘোরার স্বপ্ন নিয়ে হেলিকপ্টারে যাত্রা করেছিলেন স্পেনের গ্লোবাল টেক সংস্থা সিমেনস-এর সিইও অগাস্টিন এসকোবার, তাঁর পরিবারসহ। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেই স্বপ্ন মুহূর্তেই বিভীষিকায় পরিণত হয়। ম্যানহাটনের হাডসন নদীতে ভেঙে পড়ে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি। প্রাণ হারান পাইলট-সহ মোট ৬ জন।
গরমের তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলল মহানগরীবাসী
উলেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ ম্যানহাটনের স্কাইপোর্ট হেলিপোর্ট থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। গন্তব্য ছিল নিউ জার্সির উপকূল বরাবর ঘোরাঘুরি। তবে জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে পৌঁছেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে হাডসন নদীতে। দুর্ঘটনাটি ঘটে বিকেল সোয়া ৩টার দিকে, ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের সংযোগস্থলে পিয়ার ৪০-এর কাছাকাছি এলাকায়। উদ্ধারকাজ তৎপরতার সঙ্গে শুরু হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস নিশ্চিত করেছেন, মৃতদের মধ্যে রয়েছেন সিমেনস স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী এবং তাঁদের তিন সন্তান। পরিবার-সহ শহর দর্শনে বেরিয়েছিলেন এসকোবার, যা তাঁদের জীবনের শেষ ভ্রমণ হয়ে দাঁড়াল।
প্রসঙ্গত, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটি জলে পড়ছে এবং ডুবে যাচ্ছে।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। নিউ ইয়র্কের বুকে এমন এক মর্মান্তিক দুর্ঘটনা একদিকে যেমন শহরবাসীকে স্তব্ধ করে দিয়েছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও শোকের ছায়া নেমে এসেছে।