Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

হৃদয়ের রঙ লাল: ৫টি লাল সুপারফুডে হৃদরোগ ঝুঁকি কমান স্বাভাবিক উপায়ে

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

আজকের দিনে দাঁড়িয়ে হৃদরোগ যেন এক সর্বজনীন আতঙ্কের নাম। ছোটবেলা থেকে জেনে এসেছি, হৃদয় আমাদের শরীরের প্রাণকেন্দ্র, কিন্তু আজ সেই হৃদয়কেই রোজকার জীবনের অবহেলা, দূষণ, মানসিক চাপ, অনিয়মিত খাওয়া-দাওয়ার ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলে দিচ্ছি আমরা নিজেরাই। অথচ প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছে এমন কিছু পুষ্টিগুণে ভরপুর খাবার, যেগুলি শুধু স্বাদেই নয়, গুণেও অতুলনীয়। লাল রঙের এই সুপারফুডগুলো একদিকে যেমন হৃদয়ের পক্ষে অত্যন্ত উপকারী , তেমনই সহজলভ্য এবং দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত করাও খুব সহজ।


প্রসঙ্গত,  লাল রঙের খাদ্য বলে প্রথমেই চোখে পড়ে টমেটো, বিট, তরমুজ, স্ট্রবেরি ও রক্তকমলার মতো উপভোগ্য খাদ্যগুলোর দিকে। টমেটোতে আছে লাইকোপিন নামক একটি শক্তিমূলক অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্তনালিকে পরিষ্কার রাখতে উপকার করে এবং খারাপ কোলেস্টেরল জমাতে দেয় না। তাছাড়া এটি শরীরের প্রদাহজনিত সমস্যাও হ্রাস করে। বিটরুটে আছে উচ্চমাত্রার ডায়েটারি নাইট্রেট, যা শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং রক্তনালিগুলিকে শিথিল করে। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে । স্ট্রবেরি ও রক্তকমলায় নিয়মিত ভরপুর ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েডস রয়েছে, যা হৃদয়ের জন্য এক প্রাকৃতিক ঢাল। এই ফলগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের অনুপাত কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। নিয়মিত খাওয়ার মাধ্যমে হৃদপিণ্ডের চারপাশে জমা থাকা চর্বি কমে যায়। অন্যদিকে গ্রীষ্মের অন্যতম প্রিয় ফল তরমুজ, শুধু হাইড্রেশন নয়, লাইকোপিন ও অ্যামিনো অ্যাসিডের সোর্স হিসেবেও হৃদয়ের জন্য এক অভাবনীয় রক্ষাকবচ। নিয়মিত তরমুজ খেলে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে, আর হৃদয়ের কার্যক্ষমতা বাড়ে।

হৃদযন্ত্রের সুস্থতায় যেসব খাবার হতে পারে আপনার প্রতিদিনের রক্ষাকবচ

উলেখ্য,  এই লাল রঙের সুপারফুডগুলোর মধ্যে এক অদ্ভুত সাযুজ্য রয়েছে—শুধু সৌন্দর্যেই নয়, স্বাস্থ্য রক্ষাও এরা একে অপরের পরিপূরক। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত এই ধরনের ফল ও সবজি খান, তাঁদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম। আজ যখন বাইরের খাবার ও প্রক্রিয়াজাত ফাস্ট ফুড আমাদের খাদ্যাভ্যাসে দখল নিচ্ছে, তখন নিজের প্রতি যত্ন নেওয়ার সবচেয়ে সহজ উপায় হতে পারে এই রঙিন সুপারফুডগুলোকে প্রাধান্য দেওয়া। শুধু ওষুধ নয়, হৃদয় সুস্থ রাখার মাঝে খাদ্যই হতে পারে প্রথম প্রতিরোধ। তাই, প্রতিদিনের থালায় যদি জায়গা করে নেয় টাটকা টমেটো, রসালো বিট, ঠান্ডা তরমুজ, মিষ্টি স্ট্রবেরি ও সতেজ রক্তকমলা—তবে হৃদয়ের সুস্থতা রক্ষা আর শুধু চিকিৎসার ওপর নির্ভর করে থাকবে না, নিজেই হয়ে উঠবে নিজের নিরাপত্তার প্রধান রক্ষাকবচ। হৃদয়কে ভালোবাসুন, আর শুরু করুন সুস্থ জীবনের রঙিন পথচলা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য লাইফস্টাইল
Related News