Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আবহাওয়ার বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন: জলবায়ু পরিবর্তনের ছায়া

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

পরিবেশ পরিবর্তনের দ্রুত ছাপ মানুষের জীবনযাত্রায় আবহাওয়ার রং বদল আজ আর শুধু ঋতুর স্বাভাবিক ধারায় থেমে নেই। কখনও অনাবৃষ্টির দাবদাহ, কখনও হঠাৎ বন্যার ভয়াল থাবা, কখনও অসময়ে শীত আবার কখনও গ্রীষ্মের দহন দীর্ঘায়িত হয়ে ওঠে। একবিংশ শতাব্দীর এই দ্রুত বদলে যাওয়া পৃথিবী যেন ঋতু পরিবর্তনের ছদ্মবেশে পরিবেশ সংকটের এক নতুন বার্তা দিচ্ছে। আর এই প্রাকৃতিক পরিবর্তনের জেরে সমাজও পড়ছে এক গভীর বিপর্যয়ের মুখে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণগুলির মধ্যে একটি হলো ঋতুর গতিপথে অস্বাভাবিকতা। আগে যেখানে বৈশাখ মানেই ছিল চড়া রোদ, আষাঢ় মানেই মেঘলা আকাশ—সেই চিরচেনা ছন্দে এখন তাল কেটেছে। শীত আসছে দেরিতে, বর্ষা হচ্ছে অনিয়মিত, গ্রীষ্ম দীর্ঘ ও তীব্রতর, আর বসন্ত প্রায় হারিয়েই যাচ্ছে। আর এই সবকিছুর পেছনে কাজ করছে বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড়, শিল্প দূষণ, ও অতিরিক্ত কার্বন নিঃসরণ।


প্রসঙ্গত,  ঋতুর এই অনিয়ম শুধু প্রকৃতি বা কৃষি ক্ষেত্রেই নয়, সামাজিক কাঠামোকেও বিপন্ন করে তুলছে। কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সময়মতো বৃষ্টি না হলে বীজ বোনার সময় পিছিয়ে যায়, আবার হঠাৎ অতিবৃষ্টি বা খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। শহরাঞ্চলেও সমস্যার শেষ নেই। অতিরিক্ত গরমে বিদ্যুৎ চাহিদা বাড়ছে, এয়ার কন্ডিশনারের ওপর নির্ভরতা বৃদ্ধির কারণে আবার পরিবেশে কার্বনের পরিমাণ আরও বাড়ছে। শিশু ও প্রবীণদের মধ্যে তাপমাত্রাজনিত অসুস্থতা বাড়ছে, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আবার শীতকাল অনিয়ন্ত্রিত হওয়ায় বাড়ছে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, বিশেষ করে বায়ুদূষণের কারণে শহরের বাতাস হয়ে উঠছে বিষাক্ত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক আচরণেও পড়ছে পরিবর্তন। উৎসব-অনুষ্ঠান, পরিধান, খাদ্যাভ্যাস সবকিছুর মধ্যেই যেন সময়ের গোলমাল ঢুকে পড়েছে। পরিবেশ পরিবর্তনের এই দাপটে সবচেয়ে বিপন্ন হয়ে পড়েছে গরিব ও প্রান্তিক মানুষ। যাদের ঘর কাঁচা, যাদের কাজ খোলা আকাশের নিচে, তাদের জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ। তাদের নেই ঠাণ্ডা বা গরমের বিরুদ্ধে লড়াই করার শক্তিশালী অস্ত্র। ফলে ঋতুর এই দ্রুত রূপান্তর শুধু আবহাওয়ার নয়, এক সামাজিক বৈষম্যের প্রতিচ্ছবিও।

ডায়েট চার্টে জায়গা করে নিচ্ছে ডাবের জল—কার্যকারিতা কতটা?

উলেখ্য,  এই প্রেক্ষাপটে পরিবেশবিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন—জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনকার বাস্তবতা। তাই এর মোকাবিলায় শুধুমাত্র প্রশাসনিক তৎপরতা নয়, প্রয়োজন জনসচেতনতা, সবুজায়নের উদ্যোগ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও জীবনযাত্রায় পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা।অতএব, সময় এসেছে ঋতুর রূপবদলের পেছনের কারণটিকে গুরুত্ব দিয়ে দেখার। কারণ যদি আমরা প্রকৃতিকে সময় না দিই, তাহলে প্রকৃতি আমাদের সময় কেড়ে নেবে। আর সেই ক্ষয় ক্ষতির বহর শুধু প্রকৃতির মাঝে সীমাবদ্ধ থাকবে না—তা সমাজের গভীর স্তরেও আঘাত হানবে। এখনই সময়, পরিবেশ রক্ষার শপথ নিয়ে ঋতু পরিবর্তনের ছন্দে মানবিকতা ও সুরক্ষার সুর ফিরিয়ে আনার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News