কাশ্মীরে উন্নয়নের গতি ফের বাড়াতে কেন্দ্রীয় সরকার একাধিক বড়সড় পদক্ষেপ নিল। পহেলগাঁও হামলার দেড় মাসের মধ্যেই বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাব সেতু এবং শ্রীনগর-কাটরা রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই রেলপথে ছুটল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস—যা কেন্দ্রীয় সরকারের মতে, "ভারতীয় প্রগতির প্রতীক"।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর নির্মিত চেনাব ব্রিজ বিশ্বের উচ্চতম আর্চ রেলব্রিজ। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ৩৫৯ মিটার, যা আইফেল টাওয়ারের থেকেও উঁচু। অত্যাধুনিক স্টিল ও কংক্রিট দিয়ে নির্মিত এই ব্রিজ ভূমিকম্প বা বড়সড় বিস্ফোরণেও অক্ষত থাকতে পারবে বলে দাবি করেছেন রেল আধিকারিকরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসবাদী হামলা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখেই ব্রিজটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। চেনাব ব্রিজের পরিকল্পনা শুরু হয় ২০০৩ সালে, বাজপেয়ী সরকারের সময়। কাজ শুরু হয় ২০০৪-এ, কিন্তু ২০০৯ সালে প্রবল হাওয়া ও আবহাওয়াজনিত কারণে কাজ বন্ধ হয়ে যায়। এরপর মোদি সরকারের উদ্যোগে ফের কাজ শুরু হয়। ২০১৭ সালে আনুষঙ্গিক কাঠামোর নির্মাণ শেষ হয়, এবং ২০২১ সালে মূল আর্চ অংশের কাজ শুরু হয়। ২০২২ সালের আগস্টে সম্পূর্ণ নির্মাণ শেষ হয়।
উলেখ্য, চেনাব ব্রিজ উদ্বোধনের সঙ্গেই চালু হয়ে গেল বহু প্রতীক্ষিত শ্রীনগর-কাটরা রেলপথ। এই নতুন রেলপথে যাত্রা শুরু করল আধুনিক বন্দে ভারত এক্সপ্রেস, যার ফলে বৈষ্ণোদেবী দর্শনার্থীরা এবার শ্রীনগর থেকে মাত্র তিন ঘণ্টায় কাটরায় পৌঁছে যেতে পারবেন। নতুন এই বন্দে ভারত ট্রেনে রয়েছে এক্সিকিউটিভ ক্লাস-সহ সাতটি এসি চেয়ার কার। সকাল ৮:১০-এ কাটরা থেকে রওনা হয়ে বেলা ১১:২০-এ শ্রীনগর পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে শ্রীনগর থেকে সকাল ৮:৫৫-এ ছেড়ে ১২:০৫-এ কাটরায় পৌঁছবে। ভবিষ্যতে এই রুট বুদুগাঁও পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। যাত্রী ভাড়া এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, সাধারণ এসি চেয়ারের ভাড়া ১,৫০০ থেকে ১,৬০০ টাকার মধ্যে এবং এক্সিকিউটিভ চেয়ারের ভাড়া ২,২০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে হতে পারে বলে সূত্রের খবর।
ভারত-পাকিস্তান ইস্যুতে দ্বিপাক্ষিক সমাধানের পক্ষেই রাশিয়া, ট্রাম্পের মধ্যস্থতা দাবি নিয়ে বাড়ল চাপ
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই রেল প্রকল্পের উদ্বোধন কাশ্মীরে উন্নয়ন এবং স্থিতিশীলতার বার্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদি নিজে জাতীয় পতাকা হাতে নিয়ে চেনাব ব্রিজের উপর হাঁটেন—এ এক প্রতীকী দৃশ্য, যা কাশ্মীরবাসীর মনোবলে নতুন আস্থা ফিরিয়ে আনবে বলে মনে করছে রাজনৈতিক মহল। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, উপরাজ্যপাল মনোজ সিনহা এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাশ্মীরের উন্নয়ন কেবল রেলপথ বা ব্রিজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি এক আস্থার যাত্রা, এক প্রতিশ্রুতির রূপায়ণ—যেখানে উন্নয়নই হবে স্থায়ী শান্তি ও নিরাপত্তার মূল চাবিকাঠি। চেনাব ব্রিজ ও শ্রীনগর-কাটরা রেলপথ তারই এক মাইলফলক।