Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে গত কয়েকদিনে। নিম্নচাপের ফলে রাজ্যজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আগামী কয়েকদিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আশার খবর, নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় তার শক্তি ক্রমশ কমছে। এর ফলে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা হ্রাস পাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণের পূর্ব অংশে (যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা) দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


প্রসঙ্গত,  আজ, শুক্রবার কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। দুপুর গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আগামীকাল শনিবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায়—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। নিম্নচাপের কারণে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ফলে এই অঞ্চলে গভীর সমুদ্রে যাওয়া থেকে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। সমুদ্রতটে ও উপকূল সংলগ্ন এলাকায়ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ৪৮ ঘণ্টার জন্য।শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।শনিবার এবং রবিবারেও এই একই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরপর তিনদিনের বৃষ্টিতে ওই অঞ্চলে নদীর জলস্তর বাড়তে পারে, ফলে ভূমিধস বা জলাবদ্ধতার আশঙ্কা থেকে যাচ্ছে।

রাজ্যের ৫ সংকট চিহ্নিত করে মমতাকে আক্রমণ মোদীর

উলেখ্য,  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের তুলনায় ৫.৪ ডিগ্রি কম। এর অর্থ, বৃষ্টিপাতের প্রভাবে সাময়িকভাবে স্বস্তির আবহাওয়া বিরাজ করবে শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমবে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি রয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া রাজ্য
Related News