Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

‘অপারেশন সিঁদুর’: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে ৩২ দেশে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধিদল

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বিদেশে ছড়ানো ভুল বার্তার মোকাবিলায় এবার সক্রিয় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ‘অপারেশন সিঁদুর’ নামে বিশেষ কূটনৈতিক অভিযানে বিশ্বের ৩২টি দেশে পাঠানো হচ্ছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। মোট ৫৯ জন বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক এবং সংসদ সদস্য থাকবেন এই দলে। ২৩ মে থেকে শুরু হবে এই অভিযানের সফরপর্ব।

এই সাতটি দলের নেতৃত্বে থাকছেন ভারতের রাজনৈতিক মঞ্চের একাধিক প্রভাবশালী নেতা কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, জেডিইউয়ের সঞ্জয়কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) শ্রীকান্ত শিন্ডে। বিদেশে বসবাসকারী ভারতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি রক্ষায় এই বিশেষ কূটনৈতিক অভিযানে থাকবে তিনটি মূল বার্তা:

- সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান। 

- জম্মু-কাশ্মীর সংক্রান্ত ভারতীয় অবস্থানের ব্যাখ্যা। 

- মিলিট্যান্সি ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে আন্তর্জাতিক সহমর্মিতা ও সহযোগিতা গড়ে তোলা। 


 ১. বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বেঃ 

দেশ:সৌদি আরব, কুয়েত, বাহরিন, আলজেরিয়া। 

সদস্য: নিশিকান্ত দুবে, ফার্গনোন কোন্যাক, গুলাম নবি আজাদ, রেখা শর্মা, আসাদউদ্দিন ওয়েইসি, হর্ষবর্ধন শ্রীংলা

২. রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বেঃ 

দেশ: ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন। 

সদস্য: দগ্গুবতী পুরন্দেশ্বরী, প্রিয়ঙ্কা চতুর্বেদী, গুলাম আলি খাটানা, অমর সিংহ, শমীক ভট্টাচার্য (বিজেপি, বাংলা), এমজে আকবর, পঙ্কজ সরন

৩. সঞ্জয়কুমার ঝার নেতৃত্বেঃ 

দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর

সদস্য:ইউসুফ পাঠান (তৃণমূল, বাংলা), সলমন খুরশিদ, জন ব্রিট্টাস, ব্রিজ লাল, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি, অপরাজিতা সারঙ্গি, মোহন কুমার। 

৪. শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বেঃ 

দেশ: সংযুক্ত আরব আমিরশাহি, কঙ্গো, সিয়েরা লিওন

সদস্য: বাঁসুরি স্বরাজ, মহম্মদ বশির, অতুল গর্গ, সস্মিত পাত্র, মনন মিশ্র, এসএস অহলুওয়ালিয়া, সুজন চিনয়। 

৫. শশী তারুরের নেতৃত্বেঃ 

দেশ:আমেরিকা, পানামা, ব্রাজিল, কলম্বিয়া, গুয়ানা । 

সদস্য:শাম্ভবী (এলজেপি), সরফরাজ আহমেদ (জেএমএম), জিএম হরিশ বালযোগী, শশাঙ্ক ত্রিপাঠী, তেজস্বী সূর্য, ভুবনেশ্বর কলিতা, মিলিন্দ দেওরা, তরণজিৎ সান্ধু। 

৬. কানিমোঝির নেতৃত্বেঃ 

দেশ:রাশিয়া, স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া

সদস্য: রাজীব রাই, মিলন আলতাফ আহমেদ, ব্রিজেশ চৌটা, প্রেমচাঁদ গুপ্তা, অশোক মিত্তল, মনজীব পুরি, জাভেদ আশরাফ। 

দেশ: মিশর, কাতার, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা

সদস্য: রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর, বিক্রমজিৎ সাহনি, মণীশ তিওয়ারি, আনন্দ শর্মা, ভি মুরলীধরণ, লভু শ্রীকৃষ্ণ দেবরয়ালু, সইদ আকবরউদ্দিন

চারমিনারের কাছে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই শিশু-সহ মৃত অন্তত ৮ জন

এই অভিযানে পশ্চিমবঙ্গ থেকে থাকছেন দুই সাংসদ—

তৃণমূলের ইউসুফ পাঠান: সঞ্জয়কুমারের নেতৃত্বাধীন দলটির সদস্য হয়ে যাবেন দক্ষিণ-পূর্ব এশিয়ায়। 

বিজেপির শমীক ভট্টাচার্য:রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ইউরোপীয় মিশনের সদস্য।  তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান জানানো হয়েছিল, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অংশ নিচ্ছেন না।

উলেখ্য,  বিশ্বে ছড়িয়ে থাকা ভারত-বিরোধী প্রচার, বিশেষ করে পাকিস্তান-পন্থী লবির অপপ্রচারের জবাবে এই সর্বদলীয় কূটনৈতিক প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রতিনিধিদল বিদেশি সরকার, সংসদ, মিডিয়া এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবে। তুলে ধরা হবে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা, মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি এবং বহুত্ববাদী সমাজব্যবস্থা।‘অপারেশন সিঁদুর’ কার্যত ভারতের পররাষ্ট্রনীতির একটি নতুন কৌশল। যেখানে দলীয় সীমার বাইরে গিয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একক ভারতের বার্তা পৌঁছবে বিশ্বের নানা প্রান্তে—এটাই সরকারের লক্ষ্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক দেশ
Related News