মধ্যরাতে এইমসে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় গত মধ্যরাতে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন। বুকে প্রচণ্ড যন্ত্রণা এবং অস্বস্তির উপসর্গের কারণে তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তবে, সর্বশেষ পিটিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান, ড. রাজীব নারাং।


৭৩ বছর বয়সী ধনকড়ের চিকিৎসায় একটি মেডিক্যাল টিম তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা জেপি নাড্ডা রাত ১টা নাগাদ ধনকড়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, এবং ধনকড়ের দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তারা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

রেল লাইনের পাশের বেআইনি ঝুপড়িতে অগ্নিকাণ্ড

জগদীপ ধনকড় ১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলার প্রাক্তন রাজ্যপাল ছিলেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও পরিচিত। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি লোকসভা সদস্য হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। ধনকড়ের স্ত্রী সুদেশ ধনকড় এবং এক সন্তান আছেন। এখনো পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কোনো মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা
Related News