রবিবার সকাল, ছুটির দিনে শিয়ালদা-বজবজ শাখার সন্তোষপুর স্টেশন লাগোয়া একাধিক বেআইনি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ ঘটনায় প্রায় ২০টি অবৈধ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ছুটির দিন হওয়ায় যাত্রীদের তেমন অসুবিধা হয়নি।
উলেখ্য, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ, সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছের একটি বেআইনি দোকানে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের অবৈধ ঝুপড়িতে, ফলে স্থানীয়রা তৎক্ষণাৎ বালতিতে জল দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের চেষ্টা সফল হয়নি এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ফলে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তবে ছুটির দিন হওয়ায় যাত্রীদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। প্রায় ২ ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়, তবে ধীরে ধীরে।
২০৩১ সালে ২৬শে মে সুপ্রিমকোর্টের প্রধানবিচারপতি পদ নামাঙ্কিত করবেন জ
প্রসঙ্গত, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, কিন্তু দমকল বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এটি আবারও প্রমাণ করে, বেআইনি ঝুপড়ি ও দোকানগুলির কারণে যে কোনও সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা প্রয়োজন। প্রসঙ্গত, পূর্ব রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আগুন লাগার ঘটনাটি বেআইনি দোকান বা ঝুপড়ির কারণে ঘটেছে এবং এর ফলে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।