Flash News
Monday, September 22, 2025

মেধাবী ভারতীয় পড়ুয়াদের চাকরি দেবে আমেরিকা !

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক ছাত্রদের জন্য একটি নতুন যুগের সূচনা করতে পারে। 'গোল্ড কার্ড' প্রকল্পের অধীনে ভারতীয় সহ বিশ্বের অন্যান্য দেশের মেধাবী ছাত্রছাত্রীরা আমেরিকায় চাকরি করার সুযোগ পাবে এবং তাঁদের আমেরিকায় থাকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। এই উদ্যোগের মাধ্যমে, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ করতে পারবে, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।


ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, আমেরিকার প্রচলিত অভিবাসন নীতির কারণে অনেক মেধাবী বিদেশি ছাত্র তাদের পড়াশোনা শেষ করেও দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ তারা জানেন না যে আমেরিকায় থাকার জন্য তাদের উপযুক্ত ভিসা বা অনুমোদন পাওয়া যাবে কি না। তবে 'গোল্ড কার্ড' প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। ভারত, চিন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় আসা মেধাবী ছাত্রছাত্রীরা এ প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবে। তারা যেসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করবেন, সেখান থেকেই চাকরির প্রস্তাব পেতে পারেন, যা তাদের স্বপ্নের চাকরি পাওয়ার পথ আরও সহজ করবে। এ প্রকল্পের মাধ্যমে, আমেরিকান সংস্থাগুলি এখন নির্দ্বিধায় বিদেশি মেধাবী ছাত্রদের নিয়োগ করতে পারবে। ট্রাম্প জানিয়েছেন, বহু ছাত্রহার্ভার্ড বা অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যেতে বাধ্য হন। কিন্তু 'গোল্ড কার্ড' প্রকল্পের মাধ্যমে, তাদের এই সংকট দূর হবে এবং তারা নিজের দেশের উন্নতির সঙ্গে আমেরিকান অর্থনীতিতেও অবদান রাখতে পারবে। এছাড়া, 'গোল্ড কার্ড' প্রকল্পের আরেকটি দিক হলো এটি একধরনের 'প্রিমিয়াম' গ্রিন কার্ড হিসেবে কাজ করবে। সাধারণত, 'গ্রিন কার্ড' মাধ্যমে বিদেশিরা আমেরিকার নাগরিকত্ব পেতে পারতেন, কিন্তু গোল্ড কার্ডের মাধ্যমে ব্যক্তিরা ৫০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) বিনিময়ে আমেরিকার নাগরিকত্ব পেতে পারবেন। অর্থাৎ, 'গোল্ড কার্ড' হচ্ছে নাগরিকত্ব কেনার একটি এক্সক্লুসিভ এবং উচ্চমূল্যের সুযোগ।

পানাগড়কাণ্ডে গ্রেফতার সাদা গাড়ির চালক বাবলু যাদব

প্রসঙ্গত, 'গোল্ড কার্ড' প্রকল্পের মাধ্যমে শুধু ভারত বা চিন নয়, যে কোনো দেশের মেধাবী ছাত্রই আমেরিকায় উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমেরিকা বিদেশি মেধাকে মূল্যায়ন করতে সক্ষম হবে, যা দেশের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করবে। বর্তমানে অনেক মেধাবী ছাত্র তাদের দেশে ফিরে গিয়ে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলছেন, কিন্তু আমেরিকা এসব মেধার উপকারিতা গ্রহণ করতে পারছে না। অবশেষে, ট্রাম্পের 'গোল্ড কার্ড' প্রকল্প শুধু একটি অভিবাসন নীতি পরিবর্তন নয়, বরং এটি একটি শক্তিশালী কর্মসংস্থান এবং অর্থনৈতিক কৌশল। এই উদ্যোগের মাধ্যমে, আমেরিকা বিশ্বের মেধাবী ছাত্রদের আকর্ষণ করতে সক্ষম হবে এবং তাদের দেশীয় কর্মক্ষেত্রে যোগদান নিশ্চিত করবে, যা আগামীতে আমেরিকার উন্নতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক
Related News