#Pravati Sangbad Digital Desk:
চারিদিকে কমছে পজিটিভ রেট। স্বস্তি বৃদ্ধি করে সংক্রমণ কমল অনেকটাই। বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে কোভিড আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেয়েছিল। তবে এবার চারিদিকে দেখা যাচ্ছে স্বস্তিরআলো। দেশজুড়ে কমেছে কোভিড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় কমল দেশের করোনা সংক্রমণের পজিটিভ রেট। যদিও জানা গেছে, এখনো দেশের পাঁচটি রাজ্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু ও কর্নাটকে সংক্রমণের হার অনেক বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র মঙ্গলবার যে তথ্য প্রকাশ করেছেন সেই বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন এবং প্রাণ হারিয়েছেন ৩১০ জন। ভারতে ওমিক্রনের সংখ্যাও বেড়েছে। ভারতে ওমিক্রণের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৯১ আর গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জন। বর্তমানে দেশজুড়ে ওমিক্রণ বৃদ্ধির হার ৮.৩১ শতাংশ বেশি হয়েছে।
ধীরে ধীরে নিম্ন হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১,১১১। যা আগের তুলনায় কমে হয়েছে ১০ হাজার। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং দিল্লিতেও করোনার গ্রাফ বেশ নিম্নমুখী। কলকাতায় আক্রান্ত সংখ্যা ২ হাজারেরও বেশি কম এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। পজিটিভ রেটের সংখ্যা ২৬.৪৩ শতাংশ।
স্বাস্থ্য দপ্তরের বুলেটিন প্রকাশ অনুযায়ী, গত ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৮৫ জন। সেই অনুযায়ী কলকাতায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৯ জন। এছাড়াও উত্তর ২৪ পরগনায় বহু মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে।
হাওড়া, হুগলিতে রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারেরও নীচে নেমেছিল। এমনকি দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের হার ছিল হাজারেরও কম। ওই তিনটি জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৭৯ জন, ৫৫২ জন, এবং ৪০৩ জন। এছাড়া বেশকিছু জেলা যেমন বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। উত্তরবঙ্গ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।