পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণে মৃত বেড়ে ৮

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

 পাথরপ্রতিমার ঢোলাহাট থানার একটি ঘরোয়া বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন শিশু। মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সুতপা বণিকের। এই বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকাবাসী, যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সোমবার রাত ৯টার দিকে। পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল, এবং সেই সময় বাড়ির মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আচমকা আগুন লেগে সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে গোটা বাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। 


প্রসঙ্গত,  এ সময় বাড়ির শিশুরা ঘুমাচ্ছিল এবং মহিলারাও তাদের সঙ্গে ছিলেন। বিস্ফোরণের পর কেউই বাড়ি থেকে বের হতে পারেননি। এই ভয়াবহ বিস্ফোরণে অধিকাংশ পরিবারের সদস্যরা জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন। পুলিশ জানিয়েছে, রাতেই চার শিশু সহ সাতজনের মৃত্যু হয়, এবং পরবর্তী সময়ে সুতপা বণিকের মৃত্যু নিশ্চিত হয়।মৃতদের মধ্যে রয়েছে চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক (৬৫), ঠাকুমা প্রভাবতী বণিক (৮০), চন্দ্রকান্তের দুই সন্তান অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৮ মাস), তুষারের দুই সন্তান অনুস্কা বণিক (৬) এবং অঙ্কিত বণিক (৬ মাস), চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিক (২৮), এবং তুষারের স্ত্রী সুতপা বণিক, যিনি অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান।

ডিজিটাল অ্য়ারেস্ট চক্রের পান্ডা গ্রেফতার, ২০ কোটি টাকার প্রতারণা ফাঁস

উলেখ্য,  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বহুবার বাজি কারখানা নিয়ে আপত্তি জানিয়েছেন, কিন্তু সে সম্পর্কে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এমনকি জনবসতির মধ্যে বাজি তৈরির কারখানা স্থাপনের বিষয়টি ছিল একেবারেই অনিয়মিত এবং বিপজ্জনক। এলাকাবাসীর দাবি, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের তৎপরতা জরুরি ছিল।এদিকে, পুলিশ ইতিমধ্যেই বাজি কারখানার মালিক দুই ভাই তুষার বণিক ও চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। তাদের খোঁজে তদন্ত চলছে, এবং পরিবারের বাকি সদস্যদের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।তবে, এই ঘটনায় শুধু ওই পরিবারের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়; পুরো পাথরপ্রতিমা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামী কিছুদিনের মধ্যে আসন্ন বাসন্তী পূজার উৎসবের প্রস্তুতি চলছে, কিন্তু এই দুর্ঘটনায় পুরো এলাকা উদ্বিগ্ন ও শোকাহত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা দুর্ঘটনা
Related News