কলকাতা মেট্রোয় আত্মহত্যা রোধে গার্ড রেল বসানোর সিদ্ধান্ত

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

গত পাঁচ বছরে কলকাতা মেট্রোতে আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদ। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে এক লিখিত উত্তরে জানিয়েছেন, কলকাতা মেট্রোতে ১৯ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন। এই পরিসংখ্যান জানিয়ে রেলমন্ত্রী আরও জানান, আত্মহত্যা প্রতিরোধে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সব মেট্রো স্টেশনে গার্ড রেল বসানোর কাজ শীঘ্রই শুরু হবে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ কলকাতা তৃণমূল সাংসদ মালা রায়।

মালা রায় প্রশ্ন তুলেছেন, গার্ড রেল বসানোর মাধ্যমে কি আত্মহত্যা রোধ সম্ভব? তিনি অভিযোগ করেছেন যে, আত্মহত্যার ঘটনা রোধে রেলের কার্যকরী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে একেবারে ব্যর্থ হয়েছে কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত কলকাতা মেট্রোতে আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ করেছেন। ২০২০ সালে ১ জন, ২০২২ সালে ৫ জন, ২০২৩ সালে ৪ জন, এবং চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২ জন আত্মহত্যা করেছেন। তবে ২০২৪ সালে সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা ঘটেছে, যেখানে ৭ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি।  


মালা রায় প্রশ্ন করেছেন, গার্ড রেল বসিয়ে কি আসলেই আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব? রেলমন্ত্রী জানান, কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা রোধে গার্ড রেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কালীঘাট স্টেশনে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই ধরনের গার্ড রেল বসানো হচ্ছে। এর পাশাপাশি, গ্রিন লাইনের ১২টি স্টেশনেই স্লাইডিং দরজা স্থাপন করা হয়েছে। তবে ২০১৫ সালে স্লাইডিং দরজা বসানোর প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল, কারণ এর জন্য অতিরিক্ত খরচের কারণে প্রায় ১৫০ কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা ছিল। মালা রায়ের অভিযোগ, কেন্দ্রের এই সিদ্ধান্তের মাধ্যমে আসল সমস্যাকে আড়াল করার চেষ্টা চলছে। তিনি বলেন, গার্ড রেল বসিয়ে আত্মহত্যা রোধ করা সম্ভব নয়। তাঁর মতে, স্লাইডিং দরজা থাকলে প্ল্যাটফর্মের কাছাকাছি গিয়ে ঝুঁকির মুখে পড়া আটকানো সম্ভব হতে পারে, কিন্তু গার্ড রেল বসানো কোনো স্থায়ী সমাধান নয়। 

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগে পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

উলেখ্য,  তৃণমূল সাংসদ মালা রায় আরও অভিযোগ করেছেন, কলকাতা মেট্রোতে আত্মহত্যার ঘটনা কমানোর ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে গার্ড রেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি কেন্দ্রের উপর গুরুতর আক্রমণ শানিয়ে বলেন, **নির্লজ্জ রাজনীতি** করছে কেন্দ্র, এবং এই পদক্ষেপ আসলে জনগণের সমস্যার প্রতি উদাসীনতা প্রকাশ। কলকাতা মেট্রোতে আত্মহত্যার সংখ্যা ক্রমেই বাড়ছে, এবং এর মধ্যে কেন্দ্রের নতুন গার্ড রেল বসানোর সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা আরও বেশি জরুরি। স্লাইডিং দরজা স্থাপন বা গার্ড রেল বসানো শুধুমাত্র এক ধরনের শারীরিক সুরক্ষা দিলেও, দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আত্মহত্যার প্রবণতা নিয়ন্ত্রণে তা কি যথেষ্ট, তা এখনও পরিষ্কার নয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা
Related News