Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বাড়ল বোনাস! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য কিছু সুখবর ঘোষণা করেছে। সম্প্রতি অর্থ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত শারদোৎসব ও ঈদের আগে কার্যকর হবে, যা কর্মীদের জন্য একটি বড় সুবিধা। 


প্রসঙ্গত,  এবারের অ্যাড হক বোনাসের পরিমাণ ৬,৮০০ টাকা। এটি সেই সব কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে, যাদের মাসিক বেতন ৪৪,০০০ টাকা বা তার নিচে। গত বছর, এই কর্মীদের বোনাস ছিল ৬,০০০ টাকা, এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪২,০০০ টাকা। এবার ২,৮০০ টাকার বৃদ্ধি হয়েছে, যা কর্মীদের জন্য আনন্দের খবর। এছাড়া, উৎসব অগ্রিমেও বাড়তি সুবিধা ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যারা মাসিক ৪৪,০০০ টাকা থেকে ৫২,০০০ টাকা বেতন পান, তারা এবার উৎসব অগ্রিম হিসেবে ২০,০০০ টাকা পাবেন। গত বছর, উৎসব অগ্রিমের পরিমাণ ছিল ১৮,০০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৫০,০০০ টাকা। এবার ২,০০০ টাকার বাড়তি অগ্রিম ঘোষণা করা হয়েছে, যা কর্মীদের জন্য আরও একটি বড় সুবিধা। 

চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল আমজনতা, বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

উলেখ্য,  রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত যেসব কর্মী অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, তারা এই ভাতা পাবেন। যাদের পেনশন মাসিক ৩৮,০০০ টাকার কম, তারা পাবেন ৩,৫০০ টাকা উৎসব ভাতা। গত বছর পেনশনের সীমা ছিল ৩৫,০০০ টাকা, যা এবার বাড়িয়ে ৩৮,০০০ টাকা করা হয়েছে। এই সুবিধা শুধু রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়, রাজ্য সরকারের অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই ভাতা ও অগ্রিম পাবেন। এটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বড় উপহার হিসেবে দেখা যাচ্ছে, বিশেষ করে যখন ডিএ (DA) বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। এই ঘোষণা কর্মীদের মনোবল আরও বাড়াবে এবং তাদের উৎসবমুখর আনন্দে পরিপূর্ণ করবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News