Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

banner

journalist Name : Bidisha Karmakar

#pravati Sangbad Digital Desk :

আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। গতকাল, ২৩ জানুয়ারি, তিনি সাংবাদিকদের জানান, তাঁর দল পরিবর্তনের ঘোষণা আরও কিছু সময়ের জন্য মুলতবি রাখলেও, তৃণমূলের প্রতি তাঁর সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে।

অন্যদিকে, বার্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতে এসে জানান, "মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক এবং চা বাগান সহ এলাকার নানা সমস্যার সমাধান করতে পারবেন,"—এমনটাই তাঁর বিশ্বাস। দিল্লির এইমস থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর বার্লা বলেছিলেন, "বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আমি হাজির থাকব। জেলা প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি তাতে সাড়া দিয়েছি।" তবে, দল পরিবর্তনের ব্যাপারে তিনি জানান, "এই দিনই দল পরিবর্তন হবে না। আরও কিছু সময় লাগবে। কেননা, আমি একা নয়, আমার অনুগামীরাও আমার সঙ্গে আছেন। রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই যোগদানের দিন ঠিক করা হবে।"

ভারতের ২০২৫-২৬ সালের বাজেট: কর ব্যবস্থায় পরিবর্তন ও মধ্যবিত্তের জন্য পদক্ষেপ

প্রসঙ্গত, জন বার্লা তাঁর দলবদলের কারণ নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, "যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ? আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।" তাঁর এই মন্তব্য থেকে পরিষ্কার যে, গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পর থেকেই তিনি দলের প্রতি অসন্তুষ্ট ছিলেন। টিকিট না পেলেও আসনটি বিজেপি ধরে রাখলেও, ব্যবধান অনেকটাই কমে গিয়েছিল। এরপর থেকেই বিজেপির সঙ্গে বার্লার সম্পর্কের ফাটল আরও চওড়া হতে শুরু করে। 


বিশেষজ্ঞরা মনে করছেন, মাদারিহাট বিধানসভার উপনির্বাচনও বার্লার বিজেপি থেকে দূরত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পরিস্থিতিতে, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, "বার্লার দলবদল আমাদের সংগঠনের কোনও ক্ষতি করবে না।" তবে, জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। জন বার্লার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া, বিশেষত গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের অবসান, রাজনৈতিক মহলে একটি বড় চমক হিসেবে ধরা দিচ্ছে। এখন দেখার বিষয় হবে, তাঁর যোগদান এলাকার রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News