Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

স্যালাইন কাণ্ডে ১২ জনকে সাসপেন্ড করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় গাফিলতির কারণে রাজ্য সরকার ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে। এই চিকিৎসকদের মধ্যে রয়েছে হাসপাতালের আরএমও (রেজিস্টার্ড মেডিক্যাল অফিসার), এমএসভিপি (মেডিক্যাল সুপার), সিনিয়র ডাক্তার, বেড ইনচার্জ, বিভাগীয় প্রধান, সিনিয়র রেসিডেন্ট এবং পিজিটি (প্রেসিডেন্ট ইন্টার্ন মেডিকেল অফিসার) শিক্ষার্থী।


মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, স্বাস্থ্য দপ্তর এবং সিআইডির যৌথ তদন্তে প্রমাণিত হয়েছে, চিকিৎসকদের গাফিলতির কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, সিনিয়র চিকিৎসকরা অপারেশনের সময় দায়িত্ব পালন করেননি, এবং নিয়ম মেনে কাজ করলে এই মৃত্যুটি এড়ানো সম্ভব ছিল। তিনি আরও বলেন, "যাঁরা মানুষের জীবন ও ভবিষ্যত নির্ধারণ করেন, তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।" 

কলকাতাপুলিশ গ্রেপ্তার করল ব্যাঙ্ককর্মী দম্পতিকে, উদ্ধার হলো ১০ কোটি টাকার গয়না

মুখ্যমন্ত্রী সিনিয়র চিকিৎসকদের প্রতি অনুরোধ করেন যে, সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট চিকিৎসার কাজ চলতে থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। এছাড়াও তিনি নারায়ণ স্বরূপ নিগম (স্বাস্থ্যসচিব) কে নির্দেশ দেন, হাসপাতালের সমস্ত অপারেশন থিয়েটারে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ধরা পড়ে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে রাজ্য সরকার নিশ্চিত করতে চায় যে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঘটবে না এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত ও দায়িত্বশীল হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য রাজ্য
Related News