Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

স্টিভ জোব্‌‌সের স্ত্রী কুম্ভমেলায় এসে অসুস্থ হয়ে পড়েছেন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপ্‌লের প্রয়াত কর্ণধার স্টিভ জোব্‌‌সের স্ত্রী লরেন পাওয়েল এই বছর কুম্ভমেলায় যোগ দিতে সুদূর আমেরিকা থেকে ভারতের প্রয়াগরাজে পৌঁছেছেন। ১৪৪ বছর পর আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নান করার ইচ্ছা ছিল তাঁর, যার জন্য তিনি নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের শিবিরে উঠেছেন।

 পারফরম্যান্স ভিত্তিক বেতন ব্যবস্থার পথে বিসিসিআই, ক্রিকেটারদের জন্য আসছে কড়া নিয়ম

কুম্ভমেলা উপলক্ষে লরেন পাওয়েল, যিনি এখন ‘কমলা’ নামে পরিচিত, হিন্দু রীতি অনুযায়ী নামকরণ করেন। তাঁর গুরুর দেওয়া নতুন নামটি তিনি গ্রহণ করেন। কুম্ভে যোগ দেওয়ার আগে লরেন এবং তাঁর গুরু বারাণসীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেন, সেখানে তিনি গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালা পরেছিলেন। এছাড়া, লরেন তাঁর শারীরিক অবস্থার কারণে কিছুটা অসুবিধায় পড়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লরেনের শরীরে অ্যালার্জি সমস্যা দেখা দেওয়ায় কুম্ভমেলার বিশাল ভিড়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছে। তবে, এই শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি পুণ্যস্নান করতে আগ্রহী রয়েছেন। তাঁর গুরু, স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজ জানিয়েছেন, শরীরের সমস্যা থাকলেও লরেন শীঘ্রই স্নান করবেন।


প্রসঙ্গত,  কুম্ভমেলায় যোগ দেওয়ার উদ্দেশ্যে লরেনের আগমন ভারতে তার দ্বিতীয় সফর। এর আগে, তিনি স্বামী স্টিভ জোব্‌‌সের সঙ্গে ভারত সফর করেছিলেন। লরেনের ভারতীয় ঐতিহ্য এবং সনাতন ধর্মে গভীর আস্থা রয়েছে। তাঁর গুরু গিরি মহারাজ জানিয়েছেন, লরেন ধর্ম, আধ্যাত্মিকতা এবং ভারতের ঐতিহ্য সম্পর্কে আরও জানতে আগ্রহী।  এদিকে, কুম্ভমেলা চলাকালীন, গত শনিবার মকর সংক্রান্তির সকালে ১ কোটি ৪০ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন। কুম্ভমেলা ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রি পর্যন্ত চলবে। সাত সপ্তাহ ধরে এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। লরেন পাওয়েল ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়ার ক্যাম্পে থাকবেন, তারপর তিনি ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য ফিরবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News