মহাকুম্ভ মেলা ২০২৫: ১৪৪ বছর পর ঐতিহাসিক আয়োজনে প্রস্তুত প্রয়াগরাজ, যাবেন কিভাবে? থাকবেন কোথায়?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

১৩ই জানুয়ারি থেকে শুরু হলো মহাকুম্ভ মেলা, যা ১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই ঐতিহাসিক মেলা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে, এবং যোগী সরকার বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের আশা করছে। এর মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ছাড়াও বিদেশি ভক্তদের ভিড়ের প্রত্যাশা রয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন ইতিমধ্যেই এই বিশাল আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, এবং মেলা পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না, সে ব্যাপারে নিশ্চিত হতে নানা ব্যবস্থা নেয়া হয়েছে।

মহাকুম্ভ মেলায় এবারের সংখ্যাটি রেকর্ড হতে পারে। যোগী প্রশাসনের হিসাব অনুযায়ী, এই মেলায় প্রায় ৪০ কোটি ভক্তের সমাগম হবে। যাত্রীরা প্রার্থনা ও পুণ্যলাভের আশায় পৃথিবী থেকে একে একে প্রয়াগরাজে পৌঁছাবেন। বিশেষ করে, বিদেশি ভক্তদের জন্য রয়েছে আরও বেশ কিছু সুবিধা, যাতে তারা সহজে পৌঁছাতে পারেন।

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: টিকিট বিক্রি ও সরাসরি সম্প্রচারের বিস্তারিত জেনে আসি

মহাকুম্ভ মেলায় যাতায়াতের জন্য রয়েছে সড়ক, রেল এবং আকাশপথের ব্যবস্থা:

সড়ক পরিবহন: উত্তরপ্রদেশ সরকার ৭,৫০০ বাসের ব্যবস্থা করেছে যা ৭৫টি পয়েন্ট থেকে কুম্ভমেলায় সরাসরি পৌঁছাবে। বিশেষত দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশসহ বেশ কিছু রাজ্য থেকে সরাসরি বাস সেবা চলাচল করবে।

ট্রেন পরিষেবা: ভারতীয় রেলওে ১৩,০০০ স্পেশাল ট্রেন চালু করেছে, যেগুলি দেশের বিভিন্ন অঞ্চলে মহাকুম্ভ মেলার জন্য চলবে। এতে, ৫০টি ছোটো শহর থেকেও ভক্তরা ট্রেনে চেপে মেলায় পৌঁছাতে পারবেন।

বিমান পরিষেবা: দেশের প্রধান শহরগুলি থেকে সরাসরি প্রয়াগরাজে বিমান সেবা চালু করা হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, ভুবনেশ্বর, চেন্নাইসহ অন্যান্য শহর থেকে সরাসরি বিমানে পৌঁছানো যাবে প্রয়াগরাজে।

ভক্তদের জন্য রয়েছে বেশ কিছু বিলাসবহুল থাকার ব্যবস্থা। দ্য আল্টিমেট ট্রাভেলিং ক্যাম্প (TUTC) নামক ক্যাম্পে ৪৪টি বিলাসবহুল তাঁবু রয়েছে, যেখানে দু'জনের থাকার ভাড়া প্রতিদিন ১ লাখ টাকা। এ ছাড়া, IRCTC মহাকুম্ভে থাকার জন্য টেন্ট সিটির ব্যবস্থা করেছে, যেখানে ৪টি ক্যাটিগরির আলাদা আলাদা তাঁবুর ব্যবস্থা রয়েছে।

ডিলাক্স রুম: ১০,৫০০ টাকা, প্রিমিয়াম রুম: ১৫,৫২৫ টাকা, ডিলাক্স রুম অন রয়্যাল বাথ: ১৬,১০০ টাকা,  প্রিমিয়াম রুম অন রয়্যাল বাথ: ২১,৭৩৫ টাকা।  এ ছাড়াও, তাঁদের জন্য রয়েছেন বাটলার, রুম হিটার, গিজারসহ আরও নানা সুবিধা।


এবারের মহাকুম্ভ মেলা আয়োজনের জন্য প্রশাসন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি, একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, আধাসেনা এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা ভক্তদের সুরক্ষা ও সুবিধার্থে মেলায় নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য সেবার জন্য অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা শিবিরের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো অসুবিধা হলে দ্রুত সাহায্য পাওয়া যায়। প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা এক ঐতিহাসিক ও ধর্মীয় আয়োজন হিসেবে লাখো মানুষের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে। অসংখ্য ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই পুণ্যভূমি। যাতায়াত, থাকা, খাওয়ার ব্যবস্থা এবং সুরক্ষার সব ধরনের প্রস্তুতি নিয়েই উত্তরপ্রদেশ সরকার এই বিশাল আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উৎসব দেশ
Related News