Flash news
    No Flash News Today..!!
Sunday, February 9, 2025

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: টিকিট বিক্রি ও সরাসরি সম্প্রচারের বিস্তারিত জেনে আসি

banner

#Pravati Sangbad digital Desk :

আগামী ২২ জানুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স মাঠে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই পাঁচ ম্যাচের সিরিজটি বর্তমানে আলোচনায় রয়েছে, এবং ভারতের অধিনায়কত্ব আবার সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইংল্যান্ড দল ঘোষণা করেছে, আর ভারতীয় দলের জন্যও ঘোষণা করা হয়েছে ৫টি টি-টোয়েন্টির স্কোয়াড। 

উলেখ্য,  টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ জানুয়ারি থেকে এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এসব টিকিট বিক্রি হবে শুধুমাত্র অফলাইনে, সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। যারা ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকতে চান, তারা স্টেডিয়ামের চার নম্বর গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।  টিকিটের মূল্য রাখা হয়েছে বিভিন্ন শ্রেণির জন্য  ২৫০০ টাকা,২০০০ টাতাক , ১৩০০ টাকা, ৪০০ টাকা।  এছাড়া, যারা ইডেন গার্ডেন্সে উপস্থিত হতে পারবেন না, তারা অনলাইনে টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য আপনাকে http://Insider.in অথবা  Paytm ব্যবহার করতে হবে। 

প্রবল তুষারপাতেও সোনমার্গ-লাদাখ সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন Z Morh টানেল

প্রসঙ্গত,  ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে হলে আপনাকে স্টার স্পোর্টস চ্যানেল বা ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে হবে। স্টার স্পোর্টসের কাছে এই সিরিজের সম্প্রচার স্বত্ব রয়েছে, এবং তারা টিভিতে লাইভ সম্প্রচার করবে। যদি আপনি মোবাইল বা ডিজিটাল ডিভাইসে ম্যাচ দেখতে চান, তাহলে ডিজনি প্লাস হটস্টারেও এটি উপলব্ধ থাকবে। এছাড়া, ডিডি ফ্রি ডিশেও ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।


প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি ম্যাচগুলোও শিগগিরি ঘোষণা করা হবে। এভাবে, ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজটি ক্রীড়াপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ হবে, এবং টিকিট বিক্রি ও সম্প্রচার ব্যবস্থা নিশ্চয়ই দর্শকদের জন্য এই অভিজ্ঞতাটি আরো স্মরণীয় করে তুলবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Tags:

Related News