Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad digital Desk :

টেসলা, বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা। সম্প্রতি, ভারত সফরে গিয়ে মার্কিন ধনকুবের এলন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের কিছুদিন পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করেছে টেসলা, যা দেশের বাজারে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রবেশের ইঙ্গিত বলে দেখা হচ্ছে।

নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার

টেসলা বর্তমানে দিল্লি এবং মুম্বইয়ে ১৩টি বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। দিল্লিতে সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদগুলির জন্য নিয়োগ হবে, আর মুম্বইয়ে কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্টের মতো পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে টেসলা ভারতের বাজারে আরও নিবিড়ভাবে প্রবেশের পরিকল্পনা নিচ্ছে। টেসলার ভারতীয় বাজারে প্রবেশের পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল। গত বছর লোকসভা নির্বাচনের আগে ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে যে, টেসলার উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতে আসতে পারেন এবং তারা দেশজুড়ে কারখানা স্থাপনের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। এরপরেই শোনা যায়, টেসলা ভারতে ২ বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার কোটি টাকা) বিনিয়োগের চিন্তা করছে। তবে, নির্বাচনের সময় টেসলার কর্মকর্তারা ভারতে আসেননি এবং তাঁদের পক্ষে চিনে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তখন অনেকেই ভাবতে শুরু করেন, কি ভারতে বিনিয়োগের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে। তবে এলন মাস্ক ও নরেন্দ্র মোদির বৈঠকের পর এই শঙ্কা কেটে যায়। টেসলা ভারতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে দেয়, যা দেশটিতে তাদের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়।


প্রসঙ্গত,  ২০২৩ সালেও মোদি আমেরিকা সফরে গিয়ে এলন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সে সময় মাস্ক জানিয়েছিলেন, তার সংস্থা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। এমনকি, শোনা গিয়েছিল, টেসলা ভারতে কারখানা স্থাপন করলে সেখানে প্রতি বছর ৫ লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরি হবে এবং তাদের দাম হবে ২০ লাখ টাকার মধ্যে। যদিও ২০১৯ সাল থেকেই টেসলা ভারতে ব্যবসা শুরুর অনুমতি চাচ্ছিল, তবে এবার তাদের আলোচনা ও পদক্ষেপে স্পষ্ট হতে শুরু করেছে যে, দুই পক্ষের মধ্যে সহমত তৈরি হয়েছে। ভারতে টেসলার মতো বিশ্ববিখ্যাত ইভি প্রস্তুতকারক সংস্থার আগমন দেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) শিল্পের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। টেসলার মতো কোম্পানি ভারতে বিনিয়োগ করলে ইভি শিল্পের উন্নতি ঘটবে, পাশাপাশি বৈদ্যুতিন গাড়ির উত্পাদন ও বিক্রির পরিসরও বাড়বে। এতে পরিবেশবান্ধব গাড়ির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে এবং এক নতুন যুগের সূচনা হতে পারে। ভারতে কর্মী নিয়োগের পর থেকেই টেসলা সম্ভাব্য বিপণন, বিক্রয় এবং প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। এটি কেবল ভারতে নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলেও টেসলার অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News