প্যারিসে মোদী-মাকরঁ এর বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন, ট্রাম্পের ডেপুটির সঙ্গে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছেন এবং প্যারিসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিতে তিনি সোমবার ফ্রান্স পৌঁছান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, এবং নৈশভোজে মোদীকে আলিঙ্গন করে স্বাগত জানানো হয়। এই বিশেষ অভ্যর্থনা সম্পর্কে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘প্যারিসে বন্ধু তথা প্রেসিডেন্ট মাকরঁর সঙ্গে দেখা করে খুশি হয়েছি।’’

মণিপুরে রাজনৈতিক উত্তেজনা, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ

উলেখ্য,  এই সম্মেলনের আগে, প্যারিসে অনুষ্ঠিত নৈশভোজে উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনের জন্য ফ্রান্স সফর করছেন। মোদী এবং ভান্সের মধ্যে কথোপকথনও হয়। ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ এবং ভাইস প্রেসিডেন্ট ভান্সের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্স সফরের পরে, মোদী বুধবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর তাদের প্রথম বৈঠক হতে চলেছে।


প্রসঙ্গত,  এআই সম্মেলনটি প্রতি বছর বিভিন্ন দেশের শহরে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে এটি ব্রিটেনে অনুষ্ঠিত হয়েছিল, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায়, এবং এবছর ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এই সম্মেলনের পাশাপাশি, মোদী ফ্রান্স সফরে উচ্চস্তরের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। মোদী এবং মাকরঁ বুধবার মার্সেইতে মাজ়ারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন এবং সেখানে শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ফ্রান্স সফরের শেষে, মোদী ফিরে আসবেন এবং যুক্তরাষ্ট্র সফরের জন্য প্রস্তুতি নেবেন, যেখানে তিনি ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News