পেগাসাস কাণ্ডে কেন্দ্রের সমালোচনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

banner

#Delhi:

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয়দের উপর নজরদারি করা হয়েছে কিনা, তা জানতে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত।

বৃহস্পতিবার থেকেই পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করবে। কমিটির কাজকর্ম তত্ত্বাবধান করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রবীন্দ্রন। আট সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। কমিটিতে  অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রবীন্দ্রণ ছাড়াও থাকবেন অলোক যোশী এবং সাইবার সিকিওরিটি ও ফরেনসিক বিশেষজ্ঞ।


বাদল অধিবেশনের শুরুর আগেরদিনই সামনে আসে পেগাসাস তত্ত্ব। দাবি করা হয়, পেগাসাস নামক একটি ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতা হয়েছে বিভিন্ন নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক, শিল্পপতিদের উপর। বিরোধীরা এই বিষয়ে তদন্তের দাবিতে সোচ্চার হয়। এরপরই পেগাসাস নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। কেন্দ্রের তরফে এই বিষয়টি অস্বীকার করা হলেও সুপ্রিম কোর্ট দেশের নাগরিকদের তথ্যের গোপনীয়তার কথা মাথায় রেখেই গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়।

এদিন পর্যবেক্ষণ পেশ করার সময় প্রায় প্রতিটি ছত্রে ছত্রে কেন্দ্রের সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি জানান, সাংবিধানিক রক্ষাকবজের কথা বলে কখনই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব করা যায় না। তেমনটা হলে, তা গণতন্ত্রের ক্ষেত্রে খারাপ নজির তৈরি করবে। আদালত আরও জানায়, পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তার যে অজুহাত কেন্দ্র দিচ্ছে, তা শীর্ষ আদালত সমর্থন করে না।

 

কমিটিকে ৮ সপ্তাহ পর রিপোর্ট দিতে বলেছেন আদালত। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা কর্তৃক ঘোষিত রায়ে বলা হয়েছে, নিম্নলিখিত বাধ্যতামূলক পরিস্থিতিতে এই আদেশটি পাস করার জন্য আদালত গঠন করা হয়েছিল। তিনি বলেন, আমরা তথ্যের যুগে বাস করছি এবং আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও গোপনীয়তার অধিকার রক্ষা করা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয়, সমস্ত নাগরিকের জন্যই তা প্রযোজ্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Abhinaba Poddar

Related News