Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টল আবেদন খারিজ, হাই কোর্টের সিদ্ধান্ত

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাদের ৬০০ বর্গ ফুট বুক স্টলের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি কলকাতা হাই কোর্টের এজলাসে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে প্রকাশকদের সংগঠন ‘পাবলিশার্স অ্যান্ড গিল্ড’-এর পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছিল। 

১৪ বছরের নাবালিকাকে বিয়ে করল ৪৫ বছরের একটি লোক, উদ্ধার করল পুলিশ

 প্রসঙ্গত,  বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাদের নিজস্ব স্টল দাবি করেছিল, তবে গিল্ড তাদের স্টল দেওয়ার বিরোধিতা করে। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব হিন্দু পরিষদের বইগুলি বিতর্কিত ও স্পর্শকাতর। তারা মনে করে, বইমেলায় কোনও ধরনের বিতর্ক সৃষ্টি হওয়া উচিত নয়, এবং সেই কারণেই এই স্টলটি দেওয়ার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এ বিষয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা গিল্ডের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আপনারা কি জানেন না, বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব পাবলিকেশন আছে? এত বছর ধরে অনুমতি দেওয়া হয়েছে, সেই সময় তাদের বইগুলিকে স্পর্শকাতর মনে হয়নি? তাহলে কেন এই মুহূর্তে অনুমতি দেওয়া হচ্ছে না?”এরপর গিল্ড কর্তৃপক্ষ আদালতে কোনও সুনির্দিষ্ট তথ্য বা মতামত জানাতে পারেনি, ফলে আদালত মামলা খারিজ করে দেন।


এছাড়াও, কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী ২৮ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এবারের মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, যার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, ইরান ইত্যাদি। তবে এই বছর বাংলাদেশ অংশগ্রহণ করছে না। বিশ্ব হিন্দু পরিষদের স্টল না পাওয়ার পেছনে যেসব কারণে গিল্ড বিরোধিতা করেছে, তা নিয়ে আলোচনা চলতে থাকবে, কিন্তু আপাতত কলকাতা হাই কোর্টের রায় সেই আবেদন খারিজ করেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News