Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারে বাংলাদেশে পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

 হিলি স্থলবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি পোর্টালে ট্রাক খালাসের স্লট না পাওয়ায় মঙ্গলবার দিনভর বাংলাদেশে গিয়েছে মাত্র ২টি ট্রাক। এর ফলে ভারতের প্রায় ৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দু’দিন ধরে বাংলাদেশ যাওয়ার পথে আলু–পেঁয়াজ বোঝাই ১৬০টি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সরকারি ভাবে কিছু না জানালেও জানা গিয়েছে, প্রশাসনিক নির্দেশেই আলু–পেঁয়াজ রপ্তানিতে অনলাইন সুবিধা পোর্টাল বন্ধ করে রাখা হয়েছে। বর্তমানে দেশের কাঁচাবাজারগুলোতে নতুন আলু বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি। পুরান আলু বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি।  আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা কেজি দরে। স্থানীয়ভাবে উৎপাদিত পাতাওয়ালা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি।

বাংলাদেশের হিন্দু ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ডিবি

ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনলাইনে ট্রাকের জন্য স্লট বুকিং নিতে হয়। এরপরই সেই পণ্যের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি করা হয়। সূত্র আনুসারে জানা গিয়েছে, গত রবিবার থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় আলু ও পেঁয়াজবাহী ৫০-৬০টি ট্রাক ভারতে আটকা পড়েছে। অনলাইন স্লট বুকিং বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে যেতে পারছে না।


এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। রফতানি কয়েকদিন বন্ধ থাকলে সেদেশে এই ২ পণ্যের দাম ফের সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা।