Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আদানি গ্ৰুপের ভারতেই ৮৮০০০ কোটি দেনা ! LIC, SBI সবার কাছ থেকেই লোন নিয়েছে। আদানি ঘুষ কাণ্ডে বিশ্বের শেয়ার বাজারে ধস। টালমাটাল মধ্যবিত্তের ভবিষ্যৎও

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati sangbad Digital Desk :

দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে  কেলেঙ্কারির অভিযোগ  উঠছে। জালিয়াতি, দুর্নীতি, ঘুষ দেওয়ার  মামলা  এনেছে আমেরিকার  তদন্তকারী সংস্থাগুলি। জানা গিয়েছে এই মামলায় গৌতম আদানির পাশাপাশি সাগর আদানি, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্বাহী এবং আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের নির্বাহী সিরিল কাবানেসকেও অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারে যেমন পতন দেখা দিয়েছে, তেমনই ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, ভারতীয় জীবনবিমা সংস্থা LIC-র শেয়ারেও ধস নেমেছে।আদানি গোষ্ঠী ডোবার অর্থ, মধ্যবিত্তের ভরসা LIC, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও পতন। আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, সাধারণ মানুষও সর্বস্বান্ত হতে পারেন। কারণ এই সংস্থাগুলি আদানিগোষ্ঠীতে বিনিয়োগ করেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে।

আগামী বছর নয় ২০২৬,২০২৭ সালের আইপিএল কবে শুরু হবে এবং ফাইনাল কবে হবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে LIC. আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার একদিনে LIC-র প্রায় ১২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। আদানির ওঠা অভিযোগের ধাক্কা লেগেছে ব্যাঙ্কগুলিতেও। কারণ একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক আদানিদের হাজার হাজার কোটি কোটি টাকার ঋণ দিয়েছে। ঘুষ নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে আদানি গোষ্ঠীর তরফ থেকে বলা হয়, 'আমরা এমন একটি ব্যবসায়িক গোষ্ঠী, যারা শাসনের সর্বোচ্চ মান অনুসরণ করে কাজ চালায়। আমরা ভারত এবং অন্যান্য দেশে দুর্নীতি-বিরোধী এবং ঘুষ-বিরোধী আইনের সম্পূর্ণরূপে মেনে চলেছি।' এদিকে ঘুষের অভিযোগ যদি ভারতে উঠেও থাকে, তাহলে এর তদন্ত কি আমেরিকার বিচার বিভাগ করতে পারে?


উল্লেখ্য, আদানি গোষ্ঠী ঋণ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর মোট ঋণের অঙ্ক প্রায় ৪০ হাজার কোটি টাকা। SBI সবচেয়ে বেশি টাকা ঋণ দিয়েছে আদানিদের, প্রায় ২৭০০০ কোটি টাকা, PNB ৭০০০ কোটি এবং BoB ৫৩৮০ কোটি।  Fortune India জানিয়েছে, ব্যাঙ্ক নয় এমন অর্থনৈতিক সংস্থাগুলিও আদানিদের মোটা টাকা ঋণ দেয়। ব্যাঙ্ক এবং সেই সংস্থাগুলি আদানি গোষ্ঠীকে সব মিলিয়ে ৮৮০০০ কোটি টাকার ঋণ দিয়েছে। এদিন আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় ২০ শতাংশ ধস নেমেছে। একদিনে প্রায় ২.২ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে তাদের। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি আন্তর্জাতিক দুর্নীতি