এই প্রথম পাকিস্তানের করাচির কোনও পণ্যবাহী জাহাজ নোঙর করা হল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সরাসরি জলপথে যোগাযোগ তৈরি হল গত বুধবার। জানা গেছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে জাহাজটি। এটিই ছিল করাচি থেকে সরাসরি বাংলাদেশের চট্টগ্রামে নোঙর করা প্রথম জাহাজ। যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ।এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। পানামার পতাকাবাহী জাহাজটির নাম উয়ান জিয়াং ফা ঝান। করাচি থেকে আসা এ জাহাজটি ৩৭০টি কনটেনারে ভরা পণ্য ছিল।
বাংলাদেশের সরকার মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নির্মাণের সম্ভাবনা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। উলেখ্য, পাকিস্তানের সঙ্গে সমুদ্রপথে নিয়মিত রুট নিশ্চিত করা গেলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কারণ চাল, পেঁয়াজ, ফলমূলসহ বিভিন্ন খাদ্যপণ্য, এমনকি পোশাকের কাঁচামাল সরাসরি আনা গেলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ ।