ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বাদ দিতে চায় কেজরিওয়াল

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে ভাঙন হতে চলেছে? জানা গেছে, এখন আম আদমি পার্টি (এএপি) চায় ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেসকে সরিয়ে দেওয়া হোক। ইতিমধ্যেই জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে আপ। জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার পরামর্শ দিতে পারে কেজরিওয়ালের দল। 

বারবার ক্র্যাশ হচ্চে IRCTC ওয়েবসাইট

প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সাফ জানিয়েছে, তারা কংগ্রেসের সঙ্গে কোনও জোটে যাবে না। সম্প্রতিই কংগ্রেস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ভুয়ো সরকারি স্কিম দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে। সূত্রের খবর, অজয় মাকেন সহ একাধিক কংগ্রেস নেতার মন্তব্য নিয়েও ক্ষুব্ধ আম আদমি পার্টি। গত বুধবার দিল্লি কংগ্রেসের তরফে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়। সেখানে  আপ ও বিজেপিকে একসারিতে রেখে তোপ দাগা হয়। দিল্লি কংগ্রেসের দাবি, দূষণ নিয়ে পদক্ষেপ না করা, নাগরিক পরিষেবা না দেওয়া এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, সবকিছুর জন্যই দায়ী বিজেপি ও আপ। কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, ‘যদি কেজরিওয়ালকে কোনও একটি শব্দ দিয়ে বোঝানো হয় তাহলে তা হবে ফর্জিওয়ালা।’ তিনি আরও বলেন, ‘যদি সারা দেশে কেউ প্রতারকদের রাজা হয়ে থাকেন, তাহলে তিনি কেজরিওয়াল।’ 


ইতিমধ্যে, দিল্লি যুব কংগ্রেসের সভাপতি অক্ষয় লাকড়া ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পার্লামেন্ট স্ট্রিট থানায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলেছেন তিনি যে, AAP জনসাধারণকে বিভ্রান্ত করেছে এবং তাদের পরিকল্পনার মাধ্যমে প্রতারণা করেছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News