আমূল পরিবর্তন আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সাত বছর পর বদলে গেল রাজ্যের ৫০ হাজার প্রথমিক স্কুল গুলো। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব গত মঙ্গলবার ২০২৫ সালে ছুটি সংক্রান্ত যে নির্দেশিকা প্রকাশ করেছেন, তাতে দেখা গিয়েছে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে তাল মিলিয়েই এ বার প্রাথমিক স্কুলগুলোয় পুজোর ছুটি ১১ দিন থেকে বেড়ে ২৫ দিন করা হয়েছে। আবার গ্রীষ্মের ছুটি ১৯ দিন থেকে কমে মোটে ৯ দিন করা হয়েছে। ২০২৪ সালের যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফ থেকে তাতে এমনই উল্লেখ করা হয়েছে।
অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসে’র রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতির কথায়, ‘মধ্যশিক্ষা পর্ষদের মতোই প্রাথমিক পর্ষদও গ্রীষ্মপ্রধান দেশে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর জন্য গরমে মাত্র ন’দিন ছুটি দিচ্ছে। অথচ পূজাবকাশের ছুটি ২৫ দিন! এই ব্যবস্থা শিক্ষার চরম পরিপন্থী।’ এ বার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের হাতে দু’দিন ছুটি দেওয়ার অধিকার রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “শিশুরা যাতে আরও বেশি করে স্কুলে যেতে পারে ও মিড ডে মিলের সুবিধা বেশি করে পায় সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ৬৫ দিন আমাদের মোট ছুটি থাকে। আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি।” পর্ষদের ছুটির তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসেও। যদিও এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।