বাংলাদেশে এখন উত্তাল পরিস্থিতি। ক্রমাগত হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো হচ্ছে । গত বুধবার আখাউড়া সীমান্ত পর্যন্ত লংমার্চ করেছে বাংলাদেশের একটি সংগঠন বিএনপি। এমন পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে আছে ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। দুই দেশের সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে সীমান্ত রক্ষী বাহিনীরা যেমন কঠোর নজরদারিতে রয়েছে, তেমনি রাজ্যের পুলিশ সহ টিএসআর, সিআরপিএফ বাহিনীর টহলদারি চলেছে সীমান্ত এলাকাতে। উলেখ্য, বিলোনিয়া ভারত বাংলা সীমান্তের এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। সীমান্তে রয়েছে কঠোর নজরদারি। গোটা সীমান্তে দিনরাত চলছে টানটান পরিস্থিতি। পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায়, বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি। বিলোনিয়া কালিনগর, গিরিধারী চার নাং দেখা যায় গত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। সীমান্ত লাগোয়া বিলোনিয়া শহরের এই এলাকা।