Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এবার ATM থেকেই PF-এর টাকা তোলা যাবে! কবে থেকে চালু হবে এই পরিষেবা ? চলুন জেনে আসি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

নিজের  প্রভিডেন্ট ফান্ড (পিএফ) থেকে টাকা তুলতে গিয়ে নানা ধরণের সমস্যার মুখোমুখি পরতে হয়। এবার এই সমস্যা দূর করতে এগিয়ে এসেছে প্রধানমন্ত্রী। এটিএম থেকে সরাসরি পিএফ-এর টাকা তোলার সুবিধা চালু হতে পারে আগামী বছর থেকে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি পিএফ অ্যাকাউন্টধারী ৷   

দেশে ফেরানো হচ্ছে ৭৫জন ভারতীয়কে

প্রসঙ্গত, শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের কর্মীদের পরিষেবায় ইপিএফও (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন) তাদের আইটি সিস্টেম আধুনিক করতে কাজ করছে। আগামী বছরের শুরুর দিকে পিএফ অ্যাকাউন্টধারীরা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সরাসরি ATM থেকে তুলতে পারবেন। যেই পরিমাণ টাকা ATM থেকে তোলা হবে, তার জন্য কর্মীদের আংশিক প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে। কর্মচারীরা শুধুমাত্র কিছু বিশেষ পরিস্থিতিতে PF থেকে টাকা তুলতে পারবেন। এবার থেকে  EPFO ওয়েবসাইট (https://www.epfindia.gov.in) বা উমং অ্যাপের মাধ্যমে আংশিক টাকা তোলার জন্য আবেদন জমা দিতে পারেন। অর্থাৎ,  এর জন্য, প্রথমে আপনাকে unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ যেতে হবে, তারপরে আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড লিখতে হবে। স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি পূরণ করুন। এর পরে অ্যাকাউন্টটি লগ ইন করা হবে।


উলেখ্য, শ্রম সচিব বেকারত্বের প্রসঙ্গ টেনে বেকারত্বের হার কমেছে বলে উল্লেখ করেন।২০১৭ সালে বেকারত্বের হার ছিল ৬ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৩.২ শতাংশে। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বাড়ছে, এবং ওয়ার্কার পার্টিসিপেশন রেশিও, যা নির্দেশ করে যে প্রকৃতপক্ষে কতজন লোক নিযুক্ত রয়েছে, তা ৫৮ শতাংশে পৌঁছেছে এবং ক্রমাগত বাড়ছে, বলেই তিনি জানান। প্রসঙ্গত, এই কাজকে করার জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে তারাই দ্রুত এই স্বপ্নকে বাস্তব রূপ দেবে। গোটা বিষয়টি প্রায় শেষের পর্যায়ে রয়েছে। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডার যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো একে ব্যবহার করতে পারেন সেজন্যেই এই ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি গ্রাহকের কাছে একটি কোড থাকবে সেটিকে ব্যবহার করেই তারা যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকে নিজের পিএফের টাকা তুলতে পারবেন। এতদিন ধরে পিএফের টাকা তুলতে হলে অনলাইনে আবেদন করতে হত। অনেকেই সেই নিয়মটি জানেন না বলে অসাধু লোকরা কিছুটা টাকার বিনিময়ে পিএফের টাকা তোলার কাজটিও করে দিত। তবে এবার যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় সেজন্য এই বিশেষ ব্যবস্থার কথা ভাবছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আয়-ব্যয় সঙ্ক্রান্ত দেশ