আগরতলায় বাংলাদেশের ভিসা কনস্যুলার সেবা বন্ধ

banner

journalist Name : Bidisha karmakar

#Pravati Sangbad Drgital Desk :

ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

জানা গিয়েছে, গতকাল সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ওই হামলা হয়। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর নিন্দনীয় ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ফের ট্যাবের টাকা দুর্নীতি মালদহ ও কোচবিহার জেলায়

উলেখ্য, আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার তরফে সাফ দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে যেন ভারত পদক্ষেপ করে। এদিকে, এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আগরতলায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ কর্মীদের নিয়েও ক্ষোভ জাহির করে বাংলাদেশ। ঢাকার দাবি ছিল, ঘটনার সময় সক্রিয় ছিল না পুলিশ। এদিকে, আগরতলা কাণ্ডে ৩ পুলিশ অফিসারকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। এদিকে, খবর, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মাকে ঢেকে পাঠায় বাংলাদেশের বিদেশমন্ত্রক। আগরতলা কাণ্ডে নিরাপত্তা নিয়ে বৈঠক হয়েছে বলে খবর।


প্রসঙ্গত, সেই সঙ্গে ঘটনায় জড়িত সাতজনকে আটক এবং নির্লিপ্ততার জন্য পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। স্মরণ করা যায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ওই ক্ষোভ-বিক্ষোভের জন্ম। এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবাদ জানাতে বাংলাদেশের সুতারকান্দি স্থলসীমান্ত দিয়ে উগ্র প্রতিবাদকারীরা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার মধ্যেই আগরতলায় হামলার ঘটনা ঘটে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক রাজনৈতিক
Related News