Flash News
Monday, September 22, 2025

স্বামী বিবেকানন্দের আজ ১৫৯-তম জন্মদিন

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital:

    আজ দেশজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। স্বামীজি'র বাণী, তাঁর জীবনী দেশের যুব সম্প্রদায়কে সবসময়ই অনুপ্রাণিত করে। স্বামী বিবেকানন্দ হলেন যুব সমাজের পতিকৃৎ। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে সেজে উঠেছে কলকাতার সিমলা স্ট্রিটের বাড়ি। সকাল থেকেই স্বামীজির একাধিক অনুগামী সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দের বাড়িতে একাধিক রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন।

      স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল বার্তা দিলেন।স্বামীজিকে সম্পর্কে প্রধানমন্ত্রী লেখেন, জাতির জাগরণের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। নিজের কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজকে দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করেছেন স্বামীজী। দেশের কাছে প্রধানমন্ত্রীর আবেদন, স্বামীজী ভারতবর্ষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আসুন আমরা একত্রে তা সফল করার চেষ্টা করি। পাশাপাশি স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দেশের সব রামকৃষ্ণ মঠ ও মিশনে উদযাপিত হচ্ছে যুব দিবস। ২৫ তম যুব দিবস উদযাপিত হচ্ছে গোটা দেশে। কলকাতায় স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি সেজে উঠেছে। সকাল থেকেই সেখানে ভিড় করেছেন ভক্তরা।

      নরেন্দ্র নাথ দত্ত তখনও স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিতি লাভ করেননি। সেই সময় কলকাতার ঐতিহাসিক স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে আয়োজিত একটি ম্যাচে তিনি ৭ উইকেট নিয়েছিলেন । ১৮৮৪ সালে আয়োজিত ওই ম্যাচটি কলকাতা ক্রিকেট ক্লাব এবং টাউন ক্লাবের মধ্যে আয়োজন করা হয়েছিল। সেইসময় নরেন্দ্র নাথ দত্ত টাউন ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন। কলকাতার ইডেন গার্ডেন্স সংক্রান্ত বেশ কয়েকটি বইয়ে এই বিশেষ ম্যাচটির উল্লেখ পাওয়া যায়। তবে নরেন ক্রিকেটার নয়, পরবর্তীকালে  স্বামী বিবেকানন্দ হিসেবে সারা বিশ্বে অমর হয়ে রয়েছেন।

Related News