Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ

banner

journalist Name : Abhinaba Poddar

#Mumbai:

আর্থার রোডের জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। তারপরই তার বাড়িতে এনসিবি কর্তাদের আগমন। স্বাভাবিকভাবেই, দুটি ঘটনা নিছকই কাকতালীয় নাকি এর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কারণ, ২ অক্টোবর রাতে মাদক কাণ্ডে শাহরুখ পুত্র গ্রেফতার হলেও এদিনই প্রথম জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিং-খান এবং ঘটনাচক্রে এদিনই প্রথম তাঁর বাড়িতে হানা দিলেন তদন্তকারী দলের সদস্যরা৷

মাদক নিয়ে আলোচনা সংক্রান্ত একটি হোয়টসঅ্যাপ ভিডিও কলও তাঁদের হেফাজতে এসেছে৷ যাতে দেখা যাচ্ছে বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে আলোচনা করছিলেন আরিয়ান৷ এরপরই মাদক সংক্রান্ত আরও তথ্য পেতে কিং খানের মন্নতের বিলাসবহুল বাড়িতে গোয়েন্দারা হানা দিয়েছেন!


প্রসঙ্গত, বুধবার মুম্বইয়ের স্পেশ্যাল কোর্টে আরিয়ানের জামিন নাকচ করে দেয় আদালত। পরবর্তী শুনানি হবে ২৬ অক্টোবর৷ তারপরই এদিন জেলে ছেলের সঙ্গে দেখা করতে যান শাহরুখ৷ জামিনের আবেদনের খারিজ হয়ে যাওয়ার পরেই হাইকোর্টে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন আরিয়ানের আইনজীবীরা। এদিন প্রায় ১৫ মিনিট জেলের ভিতরে ছেলের কাছে ছিলেন শাহরুখ৷ সঙ্গে ছিলেন আইনজীবীও৷ ছেলের সঙ্গে কিং খানের কি কথা হয়েছে তা স্পষ্ট নয়৷ জেলের মূল ফটক দিয়ে শাহরুখ যখন জেলে ঢুকছিলেন তখন তাঁর পরণে চোখে ছিল রোদ চশমা, মুখ ঢাকা ছিল কালো মাস্কে৷ পরণে ছিল ধূসর টি-শার্ট, ডেনিম কাপড়ের ট্রাউজার্স৷এদিন সকালে ছেলের সঙ্গে জেলে দেখা করতে যান বলিউড বাদশা শাহরুখ খান৷ ঘটনাচক্রে এদিনই মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বিলাসবহুল আবাসন ‘মন্নতে পৌঁছোন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বা এনসিবি-র কর্তারা৷ সূত্রের খবর, ‘মন্নত’ সহ আন্ধেরির একাধিক জায়গায় তল্লাশি চালাতেই অভিানে নেমেছে এনসিবি। তল্লাশি চালানো হয় চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সামাজিক