Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দ্রোহের কার্নিভালের কথা শুনেই কার্যত ঘুম উড়ল সরকারের

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

এবার দ্রোহের কার্নিভাল। জুনিয়র ডাক্তারদের উদ্যোগে এই কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। আর এবার সেই দ্রোহের কার্নিভালের কথা শুনেই কার্যত ঘুম উড়ল সরকারের। সেই কার্নিভাল বন্ধ করার আবেদন জানিয়ে এবার চিঠি দিলেন রাজ্য়ের মুখ্যসচিব। 

মঙ্গলবার কলকাতার বড় দুর্গাপুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে হবে রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভাল। সেদিনই আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ করার ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স।

আজ নাগরিক সমাজের এই মিছিলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তার মধ্যেই এই নয়া কর্মসূচি মঙ্গলবার তুমুল যানজটের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। চিকিৎসকদের ৮টি সংগঠন মিলিয়ে যৌথমঞ্চ। যার নাম জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স।


দুর্গাপুজোর দিনগুলিতেও ডাক্তাররা আন্দোলন করে চলেছেন। গণইস্তফা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। 

১৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টের সময় রাণী রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সকলকে সেই কার্নিভালে যোগ দেওয়ার জন্য় অনুরোধ করা হয়েছে। 

এরপরই রবিবার চিকিৎসকদের দুটি আলাদা চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে সোমবার বৈঠক। আপনাদের দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকুন স্বাস্থ্যভবনের এই বৈঠকে।

ইতিমধ্যে মুখ্যসচিব মনোজ পন্থের ডাকে স্বাস্থ্যভবনে বৈঠকে বসেছেন ৬টি চিকিৎসক সংগঠনের মোট ১৮জন প্রতিনিধি। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন ৮ জন প্রতিনিধি। ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন FEMA-র ৬৯টি চিকিৎসক সংগঠন রয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই মিটিংয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম গরহাজির রয়েছেন। যাঁর পদত্যাগের দাবি করেছে WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফোরামের। যে দাবিকে সমর্থন জানাচ্ছে প্রত্যেকটি চিকিৎসক সংগঠন। দ্রোহের কার্নিভালে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের প্রতিনিধি চিকিৎসক কৌশিক চাকি। ইস্তফা নিয়ে সরকারকেই পাল্টা চাপে রাখলেন সিনিয়র চিকিৎসকরা। এদিনের বৈঠকে গণইস্তফা নিয়ে চিকিৎসকদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, পদত্যাগের প্রোফার্মা তৈরি করুক রাজ্য সরকার। দাবি তুললেন IMA-এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। তিনি বলেন, “আমরা ব্যক্তিগত পদত্যাগে রাজি।”

Related News