ব্যাঙ্কে সাইবার হানা, ৩০০ ভারতীয় ব্যাঙ্কের অনলাইনে পেমেন্ট বন্ধ

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

সাইবার হানার জেরে এখন ৩০০ ভারতীয় ব্যাঙ্কের অনলাইনে পেমেন্ট বন্ধ ।

রিপোর্ট অনুযায়ী, তথাকথিত কোনও বড় ব্যাঙ্কে সাইবার হানা হয়নি। বরং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিষেবা প্রদানকারী সংস্থার উপরে হামলা চলেছে।

সাইবার হানার জেরে ভারতের প্রায় ৩০০টি ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হল। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হল। যদিও বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে কোনও মন্তব্য করা হয়নি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সরাসরি কোনও ব্যাঙ্কের সিস্টেমের উপর র‍্যানসামওয়ার হানা চালানো হয়নি। বরং সি-এজ টেকনোলজি নামে যে সংস্থা ভারতের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্কিং প্রযুক্তি প্রদান করে থাকে, সেই প্রোভাইডারই পড়েছে র‍্যানসামওয়ার হামলার মুখে। ওই সংস্থা মূলত কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ককে পরিষেবা প্রদান করে থাকে। ফলে সাময়িকভাবে ওই ব্যাঙ্কগুলিরই অনলাইনে পেমেন্ট ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ওই সাইবার হানা নিয়ে আরবিআই এবং সি-এজ টেকনোলজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে আপাতত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


সূত্র উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গত কয়েক সপ্তাহে সম্ভাব্য সাইবার হামলা নিয়ে ভারতীয় ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছিল আরবিআই এবং ভারতের সাইবার সুরক্ষা কর্তৃপক্ষ। ওই প্রতিবেদন অনুযায়ী, সেই সতর্কতার মধ্যেই সি-এজ টেকনোলজির উপরে যে র‍্যানসামওয়ার হানা চালানো হয়েছে, সেটা নিয়ে অডিট করছে NPCI, যাতে সেই সাইবার হানার প্রভাব বেশি না হয়।

বুধবার সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটে পেমেন্ট সিস্টেমের দেখভালের দায়িত্বে থাকা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তরফে বলা হয়েছে যে র‍্যানসামওয়ার হানার মুখে পড়েছে সি-এজ টেকনোলজি। তার জেরে সি-এজ টেকনোলজির কয়েকটি সিস্টেমের উপরে প্রভাব পড়েছে। যাতে পেমেন্ট ব্যবস্থার উপরে বড়সড় প্রভাব না পড়ে, সেজন্য NPCI-র নিয়ন্ত্রিত রিটেল পেমেন্ট সিস্টেম ব্যবহার করা থেকে সি-এজ টেকনোলজিকে ‘একঘরে’ করে দিয়েছে।


NPCI-র তরফে আপাতত জানানো হয়নি যে কখন পরিষেবা ঠিক হবে। পেমেন্ট সিস্টেমের দেখভালের দায়িত্বে থাকা সংস্থার তরফে শুধু জানানো হয়েছে, যতক্ষণ সি-এজ টেকনোলজিকে ‘একঘরে’ করে রাখা হচ্ছে, ততক্ষণ যে যে ব্যাঙ্ককে ওই সংস্থা পরিষেবা প্রদান করে, সেইসব ব্যাঙ্কের পেমেন্ট সার্ভিস মিলবে না।

সেইসঙ্গে NPCI-র তরফে জানানো হয়েছে যে সি-এজ টেকনোলজির সঙ্গে হাতে হাত মিলিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। করা হচ্ছে সুরক্ষা সংক্রান্ত পর্যালোচনা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি অর্থনীতি
Related News