Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দিলীপ ঘোষের প্রচারে উধাও কোভিড বিধি

banner

journalist Name : Sagarika Chakraborty

# আসানসোল:

রাজ্যে প্রতিদিন করোনা নিজেই তার রেকর্ড ভাঙছে, আর তার মধ্যেই সামনে ২২শে জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমে ভোট। রাজ্যের করোনা পরিস্থিতির জন্য এখনও পৌরসভা ভোট বন্ধ করেনি রাজ্য নির্বাচন কমিশন, তবে বেশ কিছু বিধি নিষেধ দিয়েছে। ৫ জনের বেশি লোক নিয়ে প্রচার করতে পারবেন না কেউ, হবে না বাইক র্যা লি, সমস্ত রকম রাজনৈতিক সমাবেশে ৫০০ জনের বেশি থাকা চলবে না। তবে এবার বিধি ভঙ্গের ছবি উঠে এলো আসানসোল থেকে। বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। মঙ্গলবার পুরসভার প্রচারে গিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, আর তাকে ঘিরেই হাজির কয়েকশ মানুষ। রাজ্যের পরিস্থিতি এখন বেশ ভয়ানক, বিশেষজ্ঞদের দাবি রাজ্য এখন বিপদের চুরান্ত সীমাই দাড়িয়ে রয়েছে, এই নিয়ে আদালতে মামলাও হয়েছে, কিন্তু তাতে খুব একটা ফল হয়নি। কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশের মধ্যে সংক্রমণের নিরিখে এগিয়ে বাংলা। টেস্ট পজিটিভিটি রেট সব থেকে বেশি কোলকাতা তে। 
কোভিড বিধি না মেনে জমায়েত করাই প্রচারে বাঁধা দেয় পুলিশ, তাতে পরিস্থিতি রনক্ষেত্রের চেহারা নেয়। অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ কড়া ব্যাবস্থা নিলে বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পরেন, শুরু হয়ে যায় পুলিশের সাথে ধস্তাধস্তি। পুলিশের ওপর চড়াও হয়ে দিলীপ ঘোষ নিজে রাস্তাই বসে পরেন। দিলীপ ঘোষের বক্তব্য, “আমরা ৫ জন নিয়েই প্রচারে বেরিয়ে ছিলাম, কিন্তু মানুষ ভালবেসে আসলে আমরা কি করব? আমরা কোন রকম কোভিড বিধি লঙ্ঘন করিনি”। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছারেনি, এই বারের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর। তিনি বলেন , তৃণমূল এলাকার কোন উন্নয়ন করেনি, আমরা উন্নয়ন করতে চাইলে বাঁধা দিচ্ছে। দিলীপ ঘোষের প্রচার নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি রাজনৈতিক রাজ্য
Related News