Flash News
Monday, September 22, 2025

বুস্টার ডোজ নিতে করতে হবে না রেজিস্ট্রেশন, নতুন নিয়ম কেন্দ্রের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

দেশে গত এক সপ্তাহের চিত্র রীতিমতো উদ্বেগ জনক, যা দেখে চিন্তিত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী এবং দেশের স্বাস্থ্য কর্তারা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ৬০ হাজার, চিকিৎসকের মতে এই সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী হবে। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেই সাবধান করেছিলেন আগের দুটি ঢেউয়ের চেয়ে কয়েকগুন দ্রুত ছড়াবে করোনার নতুন প্রজাতি ওমিক্রন, ঠিক হচ্ছেও সেই রকম। ডিসেম্বরের শেষের দিকে সংখ্যাটা ১০ হাজারের নিচে ঘোরাফেরা করলেও এক লাফেই সংক্রমণ বেড়েছে কয়েকগুণ। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহের করোনা আক্রান্ত ব্যাক্তিদের লালারসের নমুনার জিনোম সিকুয়েন্স করা হয়েছিল আর তাতেই দেখা গেছে দেশে করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ ওমিক্রন আক্রান্ত। ওমিক্রনের পরিচয় সামনে আসার সাথে সাথেই বুস্টার ডোজের দাবি তুলেছিলেন অনেকেই, সেই মতো গত ২৫শে ডিসেম্বর বড়দিনের দিন রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আর তখনই বুস্টার ডোজ বা প্রিকশানারি ডোজের কথা জানিয়েছিলেন তিনি। দেশের প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ ব্যাক্তিদের করোনার তৃতীয় ডোজ দেওয়ার কথা জানিয়েছিলেন, সাথে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টীকাকরণের কথা বলেছিলেন, কম বয়সীদের টীকাকরন শুরু হলেও এখনও ষাটোর্ধ ব্যাক্তিদের এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের টীকাকরণ শুরু হয়নি। আগামীকাল ১০ই জানুয়ারি থেকে শুরু হবে ষাটোর্ধ ব্যাক্তিদের টীকাকরণ। তবে আগে দুটি ডোজ নেওয়ার জন্য কোউইন অ্যাপে রেজিস্টার করতে হতো কিন্তু করোনার তৃতীয় ডোজ নেওয়ার জন্য আর রেজিস্টার করার প্রয়োজন নেই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। প্রথমে বলা হয়েছিল যেই সমস্ত ষাটোর্ধ ব্যাক্তির কোমর্বিডিটি রয়েছে তাদেরই শুধু করোনার তৃতীয় ডোজ দেওয়া হবে, সেক্ষেত্রে চিকিৎসকের শংসাপত্র আবশ্যক কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কোন রকম শংসাপত্র দরকার নেই, দুটি ডোজ নেওয়া থাকলেই তৃতীয় ডোজ দেওয়া হবে, তবে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়। আগের টীকার শংসাপত্র নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে দেখালেই মিলবে টীকা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি
Related News