Flash News
Monday, September 22, 2025

গরমের চোখ রাঙানি কমার কোনো লক্ষণ নেই, জানাল আবহাওয়া দফতর

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

গ্রীষ্মের এই দারুণ তাপ থেকে এখনই নিস্তার নেই বলেই সাফ জানিয়ে দিল মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ভারতের রাজ্যগুলিতে আপাতত চলবে তাপপ্রবাহ। তীব্র গরম ও তাপপ্রবাহে পুড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ড। পঞ্জাব ও হরিয়ানাতেও তাপমাত্রার পারদ আরও চড়তে পারে বলেও জানাচ্ছে IMD। তাপপ্রবাহ নিয়ে রীতিমতো হাই অ্যালার্টই জারি করেছে দিল্লির মৌসম ভবন। শুধুমাত্র বিহারেই আগামী ৪৮ ঘণ্টা ৬টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে। IMD জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে তাপমাত্রার পারদ। মৌসম ভবনের বিবৃতি অনুযায়ী, 'আগামী ৪-৫ দিন পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্রপ্রদেশের উপকূলে তাপপ্রবাহ চলবে। পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলতে পারে।' ইতিমধ্যেই তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
   
ইতিমধ্যেই গত রবিবার মুম্বইয়ে খোলা মাঠে একটি অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে একাধিক পরামর্শ দিচ্ছে IMD। তারমধ্যে অন্যতম হল, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, দরকারে ওআরএস খান। এছাড়াও শরীরে যাতে জলের অভাব না হয়, তার জন্য বাড়িতে তৈরি পানীয়ও খেতে পারেন। মোদ্দা বিষয়, ডিহাইড্রেশন যাতে না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছে, ২২ এপ্রিল থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামতে পারে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে কমতে তাপমাত্রা। তবে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অর্থাত্‍ আরও কয়েকদিন কয়েক দিন এই দারুণ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News