#Pravati Sangbad Digital Desk:
আজকাল প্রায় অনেকেই বাড়িতে নানান রকম পোষ্য রাখেন।কেউ রাখেন কুকুর ,কেউ বা বেড়াল রাখেন আবার কেউ নানান রকম পাখি ,খরগোশ ইত্যাদি রাখেন। তবে শুধু পোষ্যটি কে রাখলেই চলবে না। তার যত্ন করতে হবে। পুষ্টিগুণ ঠিক মত পাচ্ছে কি না সেদিকে ও খেয়াল রাখতে হবে। তার সাথে মাথায় রাখতে হবে কোন কোন জিনিস গুলি আপনার পোষ্য এর ক্ষতি করছে। যদি আপনি বাড়িতে কুকুর রাখেন ,তাহলে তাকে কি খাওয়াচ্ছেন বা তার কাছে কি কি জিনিস রাখছেন তার ওপর ও আপনার সারমেয় এর আয়ু নির্ভর করে।তাই বাড়িতে পোষা কুকুর থাকলে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
অনেকেই বুঝে উঠতে পারেন না কুকুর কে কি খাওয়াবেন ? বাড়ির খাবার নাকি প্যাকেট জাতীয় খাবার বা অন্য কিছু ।সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া ই ভালো ।তবে কয়েকটি খাবার খাওয়ানো একেবারেই উচিত নয়। যেমন - কুকুর কে আঙ্গুর জাতীয় ফল খাওয়ানো একেবারেই উচিত নয় ।এতে কুকুরের অ্যাসিড জাতীয় সমস্যা ও আরো নানান সমস্যা দেখা যায় যার ফলে তার প্রাণহানি ও হতে পারে। বেরি জাতীয় ফল ও কম খাওয়ানো উচিৎ। তবে আপেল, আম, কলা এগুলি খাওয়ানো যেতে পারে। কিন্তু প্রথমে অল্প খাইয়ে দেখতে হবে তাদের শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি না হয় তাহলে তাদের এই ফলগুলি খাওয়ানোই যায়। ফল খেলে কুকুরের শরীরে প্রয়োজনীয় ভিটামিন পৌঁছায়। তবে কলা জাতীয় ফল এর খোসা ছাড়িয়ে থেঁতো করে খাওয়ানোই ভালো, নাহলে তা গলায় আটকে বড়ো বিপত্তি হতে পারে। অনেক কুকুরই ল্যাকটোজ জাতীয় খাবার হজম করতে পারে না। পেটের সমস্যায় ভোগে। তাই এদের দুধ, দই, ছানা প্রভৃতি ধরনের খাবার না খাওয়ানোই ভালো। আপনার পছন্দের ডার্ক চকোলেট গুলি কুকুরকে খাওয়াচ্ছেন? ওই চকোলেটগুলি আপনার পছন্দের হলেও আপনার সারমেয়র জন্য তা ক্ষতিকারক হতে পারে।