#Pravati Sangbad Digital Desk:
একেবারে প্রবল শক্তি নিয়ে বাংলায় আছড়ে পড়েছে থার্ড ওয়েভ। সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন প্রত্যেকদিনের রেকর্ড ভাঙছে। তৈরি হচ্ছে নয়া সংক্রমণের রেকর্ড। এই অবস্থায় কড়া কোভিড বিধি লাগু করা হলেও কিছুতেও ঠেকানো যাচ্ছে না পরিস্থিতি। এই অবস্থায় আরও কড়া বিধি নিষেধের পথে সরকার হাঁটতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই শঙ্কার মধ্যেই ফের একবার বাংলা সহ একাধিক রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
করোনা পরিস্থিতি ঠেকাতে জেলা এবং শহরতলিতে দ্রুত কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের। এহেন কন্ট্রোল রুম গুলিতে পর্যাপ্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সমস্ত জরুরি পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও এই কন্ট্রোল রুমগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট ব্যবস্থা থেকে কম্পিউটার, ফোন যাতে থাকে তা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই চিঠি পাঠানো হয়েছে মন্ত্রকের তরফে।
শুধু বাংলাই নয়, প্রত্যেকদিনই দেশে করোনা গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ৪৮ ঘন্টার থেকে সংক্রমণের এই হার ৫০ শতাংশেরও বেশি। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, মুম্বইতে অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করেছে এই করোনা সংক্রমণ। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী এই কন্ট্রোল রুমগুলি মানুষকে বিভিন্ন ভাবে মুলত তথ্য দিয়ে সাহায্য করবে। যেমন কোভিড টেস্টিং সেন্টার সংক্রান্ত তথ্য, জরুরি পরিস্থিতিতে করোনা রোগীকে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে এর মাধ্যমে। এছাড়াও হাসপাতাল, সেফ হোম সহ স্বাস্থ্য পরিষেবা রয়েছে এমন জায়গাগুলিতে বেডের পরিস্থিতি মনিটারিং করবে। অবশ্যই সেই রুম তৈরি রাখতে হবে সব সময়ের জন্যে। যাতে দ্রুত রোগিকে বেড দেওয়া যায়। যারা হোম আইসোলেশনে রয়েছে তাঁদের উপরেও এই কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটারিং করা হবে। এছাড়াও মন্ত্রকের তরফে দেওয়া চিঠিতে আরও বেশ কিছু বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলা সহ একাধিক রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ঝড়ের গতিতে বাড়ছে এই সংক্রমণ। সেদিকে তাকিয়ে একাধিক কোভিড বিধি লাঘু করা হয়েছে। বিশেষ করে বাংলায় নিষিদ্ধ করা হয়েছে পঠন পাঠন। রাত ১০ টার পর থেকে বন্ধ লোকাল ট্রেন। এছাড়াও আরও বিধি নিষেধ লাগু করা হয়েছে।উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রেকর্ডহারে সংক্রমণ বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে প্রায় ৯১ হাজার৷ বুধবারের থেকে ৫৬.৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮।
গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। অর্থাৎ একদিনে প্রায় ৩৩ হাজার সংক্রমণ বেড়েছে দেশে। তবে বুধবারের তুলনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।
পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশে পজিটিভিটি হার ৬.৪৩ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৪০১। বৃহস্পতিবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০। গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, বুধবার রাজ্যে কোভিড পজিটিভ হয়েছেন ১৪ হাজার ২২ জন। কেবলমাত্র কলকাতায় করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৬১৭০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। পজিটিভিটি রেটে বুধবারও শীর্ষে কলকাতা। বুধবার শহরে পজিটিভিটি রেট ৩৭.৫৪ শতাংশ। এরপরই রয়েছে হাওড়া ৩০.৪৫ শতাংশ। বীরভূম, পশ্চিম বর্ধমানে পজিটিভিটি রেট যথাক্রমে ২৮.১০ শতাংশ এবং ২৭.১০ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ২৩.১৭ শতাংশ।