Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বাড়ির থেকে মাকড়সা তাড়াবেন কিভাবে ?

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

বাড়ির কোন, ছাদের সিলিঙ্গে কিংবা দরজা জানালা বা আসবাবপত্রের আশেপাশে মাকড়সার বাসা? সুন্দর ভাবে বাড়ি সাজিয়েছেন অথচ মাকড়সা জাল বুনে নষ্ট করছে বাড়ির সৌন্দর্য? এমনটা প্রায় সময়ই হয়ে থাকে। কিছুদিন অন্তর বাড়ি ঠিকমতো পরিষ্কার না করা হলেই মাকড়সা এসে বাসা বাঁধে। দেখতে নিরীহ এই প্রাণীটি আসলে খুব একটা নিরীহ নয়। এর থেকে নানান বিষাক্ত রোগ ও ছড়ায়। বারবার কীটনাশক ব্যাবহার করলেও অনেক সময় এগুলি যায় না। তবে আর হয়রান হতে হবে না। খুব সহজেই কয়েকটা ঘরোয়া টোটকা মেনে চললেই সমস্যার সমাধান হবে ।জেনে নিন কিভাবে - 
কমলালেবুর খোসা সারা রাত ভিনিগারে ডুবিয়ে রাখা যেতে পারে। সকালে ওই ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে স্প্রে করলেই মাকড়সা পালাবে।
ঘরের যে স্থানে মাকড়সা বাসা বাঁধে, সেখানে সিগারেট বা বিড়ি ভেঙে ভিতরের তামাক ছড়িয়ে দিন।তামাকের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। কিংবা তামাক ভিজিয়েও স্প্রে করা যেতে  পারে। এই টোটকা ম্যাজিকের মতো কাজ করবে। 
১ কাপ সাদা ভিনিগার ও ১ কাপ জল ভাল করে মিশিয়ে ঘরের আনাচে-কানাচে স্প্রে করুন। ভিনিগার এ রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধে মাকড়সা ঘরের কাছাকাছি ও আসবে  না।

পুদিনার স্বাদ ও গন্ধ মাকড়সা নিতে পারে না। বাড়ির যে স্থানে মাকড়সার উৎপাত বেশি, সেখানে কিছু টাটকা পুদিনা পাতা ছড়িয়ে রাখুন। শুকিয়ে গেলে, আবার টাটকা পাতা রাখবেন। মাকড়সার পায়ে থাকে  টেস্ট বাড , ফলে পায়ের সংস্পর্শে পুদিনা আসলেই মাকড়সা সহ্য না করতে পেরে পালায়।
বেকিং পাউডার নিয়ে যে স্থানে মাকড়সার উপদ্রব বেশি, সেখানে ছড়িয়ে দিন। সময়ে সময়ে এটি পরিবর্তন করতে থাকুন। এটি মাকড়সা তাড়াতে খুব ভাল কাজ করে। 
মাকড়সা তাড়াতে সাইট্রাস জাতীয় ফলের খোসা দারুণ কার্যকরী। যেখানে মাকড়সা বেশি দেখা যায়, সেখানে সাইট্রাস ফল এর খোসা রাখুন । যেমন কমলালেবু কিংবা পাতিলেবুর খোসা  রাখুন। কিংবা লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে বোতলে ভরে স্প্রে করুন। মাকড়সা আর আসবে না ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News