Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ফ্ল্যাটের তালা ভেঙ্গে চুরি গেলো লক্ষ লক্ষ টাকা

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad:

পেশায় শিক্ষক, নাম মিঠুন সর্দার। স্ত্রী সেও শিক্ষিকা। বাস করেন কল্যাণীতে একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটটির নাম গায়ত্রী অ্যাপার্টমেন্ট। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। কাজেই স্কুলে যেতেই হচ্ছে স্বামী-স্ত্রী দুজনকেই। ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী অবশ্য থাকেন। কিন্তু দুর্ভাগ্য, সেদিন কেউই ছিলেন না। কোনক্রমে সেদিন মিথুন বাবুর মা ও বাড়িতে ছিলেন না। ছিলেন পাশের ফ্ল্যাটে তার মেয়ের বাড়িতে। যথারীতি শিক্ষক-শিক্ষিকা দুজনেই স্কুল থেকে বাড়িতে ফেরেন। আর প্রথমে অবশ্য মিঠুন বাবুই ঢুকেছিলেন ফ্ল্যাটে। কিন্তু দরজা খুলে সে এক অবাক কান্ড, দরজা অবশ্য খুলতে হয়নি, দরজার তালা ছিল ভাঙ্গা। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দেখেন দুটি আলমারি ভেঙেচুরে রয়েছে, এবং ছড়ানো সেটাানো রয়েছে সমস্ত জিনিসপত্র। সাথে ছিল গয়নার বাক্সও। কাজেই বুঝতে অসুবিধা হয়নি যে চুরি হয়েছে। গয়নার বাক্স থাকার মানে তো এটাই যে গয়না চুরি হয়েছে, সাথে কি আর কিছু ছিল মানে টাকা পয়সা? সুমন বাবু জানায় না আর কিছুই চুরি হওয়ার মতো ছিল না। কিন্তু গয়না প্রায় ১৫ লাখ টাকার মত। এত টাকার গয়না তাদের দুটি আলমারি থেকে চুরি গেছে। ঘটনা অবশ্য খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News