Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

'মহাজাগতিক' মিলন,চাঁদ-বৃহস্পতি-শুক্র ঘনিষ্ঠ হয়ে ত্রিভুজ গড়বে আকাশে

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

৩৯৭ বছর পরে বৃহস্পতি ও শনি গ্রহের মহা সম্মিলন ঘিরে তুলকালাম হয়েছিল মহাকাশ বিজ্ঞানের জগতে। বিরলতম সেই ঘটনা নিয়ে উন্মাদনা কিছু কম হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই পৃথিবীর সঙ্গে লাইন দিয়ে একই সরলরেখায় চলে এসেছিল পাঁচ গ্রহ। এবার আরও এক বিরল মহাজাগতিক মহাসংযোগ ঘটতে চলেছে মহাকাশে। একই রেখায় আসতে চলেছে পৃথিবীর চাঁদ, গুরু গ্রহ বৃহস্পতি ও পৃথিবীর পড়শি গ্রহ শুক্র৷ মহাকাশে সম্মিলিত হয়ে তারা ত্রিভুজের রূপ নেবে বলেই বিজ্ঞানীদের দাবি। মহাকাশে এই মহাজাগতিক মহাসম্মিলনের খবরটি প্রকাশ্যে এনেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশে খুব কাছাকাছি একসঙ্গে দেখা যাবে তিন জ্যোতিষ্ককে৷ কিন্তু কবে ঘটবে এই মহাজাগতিক মহাসম্মিলন? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ১ মার্চ এই মহাজাগতিক মহাসম্মিলন হতে চলেছে। খুব কাছাকাছি চলে আসবে চাঁদ, বৃহস্পতি ও শুক্র। ফলে আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র৷ মহাসম্মিলনের সময় চলে এসেছে। সন্ধ্যাতারাকে (শুক্রগ্রহ) প্রতিদিনই আকাশে দেখা যায়। তবে বৃহস্পতির সঙ্গে এক সারিতে দেখার সুযোগ হয় না সবসময়। ফেব্রুয়ারির শুরুতে দুই গ্রহের মধ্যে ফারাক ছিল ২৯ ডিগ্রির। মাসের শেষে তা হতে চলেছে মাত্র ২.৩ ডিগ্রি। সারা পৃথিবী থেকেই দেখা যাবে এই মহা সংযোগ। পৃথিবীর রাতের আকাশে এই গ্রহগুলির অবস্থান সাধারণত অনেকটা দূরে থাকে ৷ কিন্তু ধীরে ধীরে এগুলি কাছাকাছি আসতে চলেছে৷ এগুলি ত্রিভুজের আকারে নিয়ে একটি সাধারণ ত্রিভুজ তৈরি করবে৷ যা এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের মতোই দেখা দেবে৷ গত বছর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে বৃহস্পতি। কক্ষপথে অবস্থান অনুযায়ী এমনিতে পৃথিবী থেকে বৃহস্পতির সর্বাধিক দূরত্ব ৬০ কোটি মাইল। ২০২২ এর ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল ৩৬.৫ কোটি মাইল। গত ৭০ বছরে পৃথিবীর এত কাছাকাছি কখনও আসেনি বৃহস্পতি। প্রতি ১৩ মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে চলে আসে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটে, পূর্বে থাকে বৃহস্পতি। ফলে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরে বৃহস্পতিকে বড় দেখায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image