Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ফের গৃহবন্দী কাশ্মীরের প্রাক্তন ৩ মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sayantika Biswas

#Pravati Sangbad Digital Desk:

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ওইদিন উপত্যকা থেকে ৩৭০ ধারা বাতিল করে সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাস কমিশনের সুপারিশের বিরোধিতা করায় বছরের প্রথম দিনেই নজরবন্দি করা হল জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতা এবং তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পিপল অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের পদযাত্রার আগেই বাড়িতে আটকে রাখার নির্দেশ দেওয়া হল ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ একাধিক নেতাকে। হাই-সিকিউরিটি জোন শ্রীনগরের গুপকার রোডে তাঁদের বাড়িতে তালাও দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে।
ন্যাশানাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটে নজরবন্দি হওয়ার কথা জানিয়ে বলেছেন, নতুন বছরে পুলিস এই রকম ভাবে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতা-নেত্রীদের তালাবন্দি করে রাখছে। রাজনৈতিক নেতাদের বাড়িতে আটক করার প্রসঙ্গে অ্যালায়েন্সের মুখপাত্র সিপিএম নে্তা এম ওয়াই তারিগামির বক্তব্য, উপত্যকার প্রশাসন ভীত। সে কারণেই শান্তিপূর্ণ পদযাত্রাতেও আপত্তি জানাচ্ছে তারা।
সূত্রের খবর, তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন নেতার বাড়ির বাইরে বিশাল পুলিসবাহিনী মোতেয়েন করা হয়েছে। সেখান থেকে কাউকে বেরোতে-ঢুকতে দেওয়া হচ্ছে না। ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীণ গুপকার জোট সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিধানসভা বণ্টন নিয়ে ডিলিমিটেশন কমিশনের খসড়া প্রস্তাবের বিরোধিতা করে।

জোটের দাবি, জনসংখ্যা অনুপাতের বিতে হেঁটে কমিশন কাশ্মীরের জন্য একটি নতুন আসনের সঙ্গে জম্মু প্রদেশের জন্য ছয়টি অতিরিক্ত আসনের প্রস্তাব করেছে। এর পরই কমিশনের প্রস্তাবের বিরোধিতায় পথে নামার সিদ্ধান্ত নেয় পিপল অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। আজ তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী গৃহবন্দি থাকলেও পিডিপি এবং এনসির কর্মীরা পুনর্বিন্যাস কমিশনের প্রস্তাদের বিরোধিতায় বিক্ষোভ মিছিল করেন।  

কিছু জায়গায়, ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে। প্রাক্তন বিধায়ক সহ দলের সমর্থকরা নেতাদের আটক করা এবং ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন। তারা গুপকার রোডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিস বাধা দেয়।
Related News