ভারতে সর্বাধিক মৃত্যুর কারণ স্ট্রোক

banner

#Pravati Sangbad Digital Desk:

স্ট্রোক, ভারতে মৃত্যুর দ্বিতীয় এবং সাধারণ একটি কারণ। দেশে প্রতি চার মিনিটে ১ জনের মৃত্যু হয় স্ট্রোকে। এইমস হাসপাতালের একজন নিউরোলজিস্ট অধ্যাপক এম ভি পদ্ম শ্রীবাস্তব সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। একটি ইভেন্টে অধ্যাপক শ্রীবাস্তব জানান, ভারতে স্ট্রোকের হার ৬৮.৬ শতাংশ। স্ট্রোকে মৃত্যুর হার ৭০.৯ শতাংশ এবং ৭৭.৭ শতাংশ মানুষ স্ট্রোকের ফলে শরীরের কোন এক অঙ্গের অক্ষমতা জীবনভর বয়ে নিয়ে চলেন। ভারতে প্রতি বছরে গড়ে প্রায় ১,৮৫,০০০ জন মানুষ স্ট্রোক আক্রান্ত হন। হিসাবটা আরও সহজ করে বলতে গেলে, প্রতি ৪০ সেকেন্ডে ১ জন করে স্ট্রোকে আক্রান্ত হন এবং প্রতি ৪ মিনিটে ১ জনের প্রাণ কাড়ে স্ট্রোক। আরও এক উদ্বেগজনক তথ্য এদিন প্রকাশ করেছেন AIMSএর নিউরোলজিস্ট অধ্যাপক এম ভি পদ্ম শ্রীবাস্তব। তিনি জানান, ভারতে অল্পবয়সী এবং মধ্যবয়সীদের মধ্যে স্ট্রোকের প্রবণতা দিনে দিনে বাড়ছে। তিনি এও উল্লেখ করেছেন, দেশে স্ট্রোক আক্রান্তের এইরূপ উদ্বেগজনক এক পরিসংখ্যান থাকা সত্ত্বেও দেশের হাসপাতাল গুলোতে স্ট্রোক আক্রান্ত রোগীদের দ্রুত এবং দক্ষতার সঙ্গে চিকিত্‍সার জন্যে প্রয়োজনীয় পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। যার ফলে মোক্ষম সময়ে মোক্ষম চিকিত্‍সার অভাবে স্ট্রোক আক্রান্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে।পরিসংখ্যানটি নেহাতই কম নয়। ভারতের মতো উন্নয়নশীল দেশে মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হল এই স্ট্রোক। কিন্তু তা সত্ত্বেও দেশীয় হাসপাতাল গুলোতে উপযুক্ত চিকিত্‍সা ব্যবস্থার পরিকাঠামোর জোগান এখনও নেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News