Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

জলবায়ুর পরিবর্তন প্রভাব ফেলছে মুড সুইংয়ে

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

সুস্থ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে সুস্থ মানসিক স্বাস্থ্য ভীষণভাবে জরুরি। কিন্তু জানেন কি জয়বায়ু পরিবর্তন প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে। গোটা বিশ্বজুড়ে এখন একটাই সংকট জলবায়ু পরিবর্তন। সারা বছর ধরে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন তাঁরা। বিধ্বংসী বন্যা থেকে শুরু করে ভয়ঙ্কর গরম। প্রবল ঝড় বৃষ্টি। প্রাকৃতির বিপর্যয়ে চমক ধরাচ্ছে জলবায়ু পরিবর্তন। যেখানে কখনও টর্নেডো দেখা যায়নি সেখানে দেখা দিচ্ছে টর্নেডো। আবার যেখানে কখনও তাপমাত্রা ১ ডিগ্রিতে নামেনি। সেখানে তাপমাত্রা নেমে যাচ্ছে ১ ডিগ্রিতে। শীত শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। গরমে পারদ চড়ছে ৪৫ ডিগ্রির উপরে। গবেষকরা দাবি করছেন এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। যেভাবে হঠাৎ হঠাৎ অস্বাভাবি রকমের চরমভাবাপন্ন আবহাওয়া দেখা দিচ্ছে। তার জেরে প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। বিজ্ঞানীদের দাবি একদিকে যখন রকমারি রোগ জ্বালা বাড়ছে। নতুন নতুন ভাইরাসের আগমন ঘটছে। সেরকমই নতুন নতুন মানসিক অবস্থান তৈরি হচ্ছে এই জল বায়ু পরিবর্তনের কারণে। শীত যখন জাঁকিয়ে পড়ছে তখন মানুষের মনে ভর করছে অবসাদ। আবার একই ভাবে গরমে কাজের ইচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এই দুই আবহাওয়ার চরম পরিস্থিতির কারণে দেখা দিচ্ছে বেশ কিছু মানসিক সমস্যা। নেপথ্যে রয়েছে একাধিক কারণ। গবেষকরা দাবি করেছেন আবহাওয়ার পরিবর্তনের জেরে এই মুড সুইংয়ের কারণ হচ্ছে নানা হরমোনাল চেঞ্জ। সেকারণে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক রকমেরক মানসিক ডিসঅর্ডারও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়বে তত সমস্যা বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News