#Pravati Sangbad Digital Desk:
দৈনন্দিনের ব্যাস্ত জীবনে কমছে নিজেকে দেয়ার মত সময়,বাড়ছে কৃত্রিম প্রসাধনীর প্রসার। কম সময়ে সমাধান সূত্র খুঁজতে গিয়ে ত্বক ও চুল হারাচ্ছে তার নিজস্ব জেল্লা। তবে আর বহুমূল্য প্রসাধনী নয় হাতের কাছেই আছে কিছু ঘরোয়া টিপস। বসন্তের এই সময়টাতে সজনে ডাটা আমদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। সজনে ডাটা এবং সজনে ফুল দুটোই আমদের চুলের জন্য ভীষণ উপকারী। সজনে পাতায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটিরিয়াল উপাদান, ভিটামিন সি এবং ভিটামিন ই। এই পাতার ব্যবহার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। একই সঙ্গে চুল ঝরে পড়া বা স্ক্যাল্পের সমস্যাও দূর করে। সজনে পাতা মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। শুধু সজনে নয় এরকম ঘরোয়া উপায় আরও রয়েছে যা দিয়ে চুলের জন্য স্বাস্থ্যকর কিছু প্যাক বানিয়ে নেওয়া যায় সহজেই।
রুক্ষ চুলের সমাধান: সজনে পাতা গুঁড়ো করে নিন, এবার সেই গুঁড়ো, তিন চামচ, চটকানো পাকা কলা, আর দুই কোচ অলিভ অয়েল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে মাথা ধুয়ে নিন। চুল রুক্ষ আর শুষ্ক হয়ে গেলে ডিম আর দুধের প্যাক অত্যন্ত উপকারী। ২টো ডিমের কুসুমের সঙ্গে ১ কাপ কাঁচা দুধ, ২ চামচ অলিভ অয়েল আর ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই প্যাক মাথায় ভাল করে মাখিয়ে রেখে দিন। মিনিট পনেরো পর উষ্ণ জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। চুল ঝরার সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসবে।
রুক্ষ চুলের প্যাকঃ একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই, আধ চা চামচ নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। দু’ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে চুল নরম হবে।
চুল সিল্কি করতে: এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে হালকা শ্যাম্পু করে নিন। চুল এবং চর্মরোগ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কো ফুস্কোর মতে, দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। আবহাওয়া, অপুষ্টি বা খারাপ জলের কারণেও অকালে চুল ঝরে গিয়ে টাক পড়ে যেতে পারে। তাই চুলের যত্ন নেওয়া খুবই জরুরি।